'মুসলিম লীগ' মন্তব্যের প্রতিবাদ, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের
এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
২০২৪ সালের আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রচারে জোর দিয়েছে সব রাজনৈতিক দল। পিঠিয়ে নেই বিজেপিও। গত ছয় এপ্রিল রাজস্থানের আজমেরে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে জনসভায় বক্তৃতা দেওয়ার সময় কংগ্রেসের ইস্তেহার নিয়ে বিরোধীদের তীব্র কটাক্ষ করেন নরেন্দ্র মোদী।কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মোদী বলেন, ‘ভারতের স্বাধীনতার সময় মুসলিম লীগ যে ধরণের চিন্তা ভাবনা করত, কংগ্রেসের ইস্তেহারেও সেই ধরণের ভাবনা প্রতিফলিত হচ্ছে।’ তিনি বলেন, ‘মুসলিম লীগ মার্কা ইস্তেহারের সবকিছুই দখল করেছে বামপহ্নীরা। কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনও কিছুই আজ আর অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সব কিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে।‘
নির্বাচনী প্রচারে গিয়ে এমন তীর্যক ভাষাতেই বিরোধীদের আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র এখানেই থেমে থাকেন নি মোদী। তিনি কংগ্রেসের ইস্তেহারকে মিথ্যায় ভরা বলেও দাবি করেন। তিনি বলেন, ‘রাহুল গান্ধীর দলের ইস্তেহারের পাতায় পাতায় ভারত ভাঙার মন্ত্রণা দেওয়া হয়েছে।’ যদিও মোদীর বক্তব্যের পরই যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে কংগ্রেস।
এবার নরেন্দ্র মোদীর মুসলিম লীগ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস। সোমবার মোীর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। সলমান খুরশিদ, মুকুল ওয়াসনিক, পওয়ান খেরা এবং গুরদ্বীপ সাপ্পাল এদিন নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মোট ছয়টি অভিযোগ যুক্তি সহকারে দায়ের করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশ এ বিষয়ে জানিয়েছেন, যে কংগ্রেস আশায় আছে য মাননীয় কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা বহাল রাখবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসের তরফে বলা হয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে ১৮০ টি আসন সংখ্যা অতিক্রম করার জন্য লড়াইয়ে নেমে এখন ভয় পাচ্ছে বিজেপি।
অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকর্জুন খাড়্গেও আক্রমণ করেছেন বিজেপিকে। নিজের এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি বলেছেন যে, ‘বিজেপির মতাদর্শগত পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামের সময় ভারতীয়দের বিরুদ্ধে মুসলিম লীগ এবং ব্রিটিশদের সমর্থন করেছিল।‘ তিনি বলেন, আজও বিজেপি মুসলিম লীগকে কংগ্রেসের ইস্তেহারের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে। সাধারণ মানুষদের আকাঙ্খা এবং চাহিদা অনুযায়ী আকার দেওয়া হয়েছে এই গোটা বিষয়টাকে।