Voter List: ভোটার তালিকায় নাম রয়েছে কি না দেখবেন কী ভাবে? রইল কমিশনের গাইডলাইন
এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। ১৯ এপ্রিল থেকে শুরু ভোটগ্রহণ। ৪ জুন ভোট গণনা। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই নেট মাধ্যমে একাধিক তথ্য অনুসন্ধান করেন ভোটাররা। অনেকের মনে প্রশ্ন জাগে কী ভাবে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে বের করবেন। এই প্রতিবেদনে আলোচ্য বিষয় সেটি।ভোটার তালিকায় নিজের নাম খুঁজবেন কী ভাবে?
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পেতে ভোটার হেল্পলাইন অ্যাপ ব্যবহার করা যেতে পারে।এছাড়া https://voters.eci.gov.in/ থেকে দেখা যেতে পারে নিজের নাম।এছাড়া ১৯৫০ নম্বরে SMS করেও জানা যাবে ভোটার তালিকায় নাম রয়েছে কি না সেই বিষয় সম্পর্কিত তথ্য। সেক্ষেত্রে ECI<space><EPIC No> লিখে মেসেজ পাঠাতে হবে।অর্থাৎ ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা তা জানতে কোথাও যেতে হবে না। বরং ঘরে বসেই সহজেই খুঁজে নিতে পারেন নিজের নাম। তবে অর জন্য অবশ্যই ভোটার ID বা এর EPIC নম্বর থাকতে হবে নিজের কাছে। এছাড়াও আপনার নম্বরটিও আধার বা ভোটার ID-র জন্য সংযুক্ত হওয়া উচিত।
ভোটারদের জন্য় নির্দেশিকা, রইল PDF কপি নির্বাচন কমিশনের গাইডলাইন
ভোটার তালিকায় নাম খুঁজে পেতে যে পদ্ধতি ব্যবহার করা যেতে পারে
ভোটার তালিকায় নাম খুঁজে পেতে অফিসিয়াল ওয়েবসাইট nvsp-তে (https://www.nvsp.in/) যেতে হবে।সেখানে ক্লিক করতে হবে 'সার্চ ইন ইলেক্টোরাল রোলে' (Search in Electoral Roll)।এরপর নাম, ঠিকানা, বয়স, EPIC নম্বর, মোবাইল নম্বর, নির্বাচনী এলাকা ইত্যাদি তথ্য দিতে হবে।এরপর ক্লিক করতে হবে সার্চ বাটনে।এরপর আপনার এলাকার ভোটার তালিকা ফুটে উঠে সামনের উইন্ডোতে। সেখানেই খুঁজে পেতে পারেন নিজের নাম।এছাড়া নীচে স্ক্রোল করেও ভোটার লিস্টে নিজের নাম রয়েছে কিনা তা দেখতে পারেন আপনি।Election Commission Of India : বঙ্গে বাড়ল মহিলা ভোটারদের সংখ্যা
অনেক সময়ে দেখা যায় দেশের কোনও নাগরিক তাঁর ঠিকানা বদলেছেন। কাজের সূত্রে বা অন্য কোনও কারণে অনেক সময়ে রাজ্যও বদলাতে পারেন। কখনও আবার বিয়ের পরে মহিলাদের ঠিকানা বদলে যায়। আবার এমনও হতে পারে কাজের সূত্রে হয়তো বেশ কয়েক বছর ধরে কাউকে অন্য় শহরে বা গ্রামে অর্থাৎ নিজের এলাকায় থাকতে হচ্ছে। ফিরে আসার পরে আবার তিনি ভোটাধিকার প্রয়োগ করতে চান। আবার যে সদ্য তরুণ বা তরুণী প্রথম ভোট দেবেন, ভোট সংক্রান্ত ব্যাপারে তাঁদের অন্যদের থেকে কৌতূহল বেশি থাকবে সেটাই স্বাভাবিক। সেক্ষেত্রে দরকার পড়ে এটা জানার যে, আদৌ এলাকার ভোটারদের তালিকায় এখনও নিজের রয়েছে কিনা। তাই তা জানার জন্য দরকার পড়ে ভোটারদের তালিকা দেখার। ভোটারদের তালিকায় নিজের নাম আছে কি না, সেটা জানার জন্য বেশি কসরতের দরকার নেই। প্রতিবেদনে আলোচনা করা স্টেপগুলি ফলো করলেইভোটার তালিকায় নিজের নাম রয়েছে তা সহজেই দেখে নিতে পারবেন।