• মুর্শিদাবাদে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ! চলল গুলি, আহত ৬
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের মুখে ফের অশান্তি মুর্শিদাবাদে। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় চলল গুলি। ঘটনায় শোরগোল মুর্শিদাবাদের খড়গ্রামে। গুলি লেগে আহত চারজন বলে জানতে পারা গিয়েছে। এছাড়াও আরও দুইজন সংঘর্ষের ঘটনায় আহত বলে খবর। জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে ফের চলল গুলি। গুলিতে আহত হল মোট ৪জন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে। জানা গিয়েছে, জমি জায়গা নিয়ে বিবাদের জেরেই দুই পক্ষের গুলি চলে। তার মধ্যে সকলেই তৃণমূলের কর্মী বলে জানতে পারা গিয়েছে। আহতের নাম ইঞ্জিল সেখ, সিরাজুল সেখ, সমিরুল সেখ ও মুন্তাজ সেখ এই চারজনেই গুলিবিদ্ধ হন। এছাড়াও আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন।

    লোকসভা নির্বাচনের আগে ফের অশান্তি মুর্শিদাবাদে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে প্রবল অশান্তি শুরু হয় ওই এলাকায়। প্রকাশ্যে একের পর এক গুলি চলতে থাকে। বোমাবাজি হয় বলেও অভিযোগ। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। তবে, নির্বাচনের মুখে এই ঘটনায় এলাকার শান্তি শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক হানাহানি ঘটনা ঘটেছে। গত পঞ্চায়েত নির্বাচনের আগে পরেও এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণেই এর আগে একাধিক ঘটনা ঘটেছে। তবে, লোকসভা নির্বাচনের আগে ফের খড়গ্রাম অশান্ত হয়ে ওঠে আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা।
  • Link to this news (এই সময়)