• Election 2024: পশ্চিমবঙ্গে কয়েকটি দুর্গম বুথ, যেখানে পৌঁছতে আজও নাকাল হন ভোটকর্মীরা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
  • Loksabha Election 2024 in West Bengal:

    পাহাড় থেকে সমতল। নদী থেকে সাগর। সবই রয়েছে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গে। দেশের বাকি রাজ্যগুলোর মত এই বাংলাও আর কিছুদিন পরই সাক্ষী হবে ১৮তম সাধারণ নির্বাচনের।

    তারমধ্যে এমন কিছু বুথ রয়েছে, যেখানে ভোট করানোটাই দুষ্কর। ঠিক এতটাই দুর্গম এই জায়গাগুলো।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)