এনআরসি কার্যকর করলে উড়িয়ে দেওয়া হবে মতুয়াদের মন্দির! জ্বালিয়ে দেওয়া হবে সাংসদের বাড়ি। এমনকী খতম করে দেওয়া হবে তাঁর পরিবারকেও। বনগাঁর বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারও ওই কেন্দ্র থেকে পদ্ম প্রার্থীকে শান্তনু ঠাকুরকে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি-ই তৃণমূলের
কারসাজি বলে তোপ দেগেছেন শান্তনু। ‘পুরোটাই নাটক’ বলে পাল্টা সাংসদ শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।