• Shantanu Thakur: চরম বিপদে সাংসদ শান্তনু! মতুয়াদের মন্দির উড়িয়ে দেওয়া-প্রাণনাশের হুমকি দিল কারা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
  • Threatens letter to Shantanu Thakur:

    এনআরসি কার্যকর করলে উড়িয়ে দেওয়া হবে মতুয়াদের মন্দির! জ্বালিয়ে দেওয়া হবে সাংসদের বাড়ি। এমনকী খতম করে দেওয়া হবে তাঁর পরিবারকেও। বনগাঁর বিদায়ী বিজেপি সাংসদ তথা এবারও ওই কেন্দ্র থেকে পদ্ম প্রার্থীকে শান্তনু ঠাকুরকে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে এই হুমকি চিঠি দেওয়া হয়েছে। গোটা বিষয়টি-ই তৃণমূলের

    কারসাজি বলে তোপ দেগেছেন শান্তনু। ‘পুরোটাই নাটক’ বলে পাল্টা সাংসদ শান্তনু ঠাকুরকে নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)