Babar Azam India experience: ভারতে আমাদের সমর্থক ভর্তি! ক্যাপ্টেন হয়েই বড় জিনিস খোলসা করলেন বাবর আজম
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
Babar Azam India experience:
পাকিস্তানের জাতীয় দলের নেতৃত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। তারপরেই বিশ্বকাপ খেলতে ভারতে আসার অভিজ্ঞতা শেয়ার করলেন তারকা। ভারত ম্যাচ শেষে কোহলির সঙ্গে তাঁর কি বাতচিত হয়েছিল, সেটাও জানিয়েছেন।