মহেন্দ্র সিং (এমএস) ধোনি ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। ওঁর লেভেলে কোনও ক্যাপ্টেন পৌঁছতে পারবে না। এভাবেই একসময়ের শত্রুর সম্পর্কে দিলখোলা প্রশংসা শোনা গেল গৌতম গম্ভীরের মুখ থেকে। ধোনি আর গম্ভীর, দু’জনেই আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল ক্যাপ্টেনদের অন্যতম। একসময়ে তাঁরা ছিলেন পরস্পরের কাছে কঠিন প্রতিপক্ষ।