• ‌‌ভোটের আগে সরানো হোক চার কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের, কমিশনে আর্জি তৃণমূলের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ইডি, সিবিআই, আয়কর, এনআইএ প্রধানদের সরিয়ে দেওয়া হোক লোকসভা নির্বাচনের আগে। আর্জি নিয়ে কমিশনের দরজায় তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্র নিজের কাজে ব্যবহার করছে বলে অভিযোগ এনেছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, শান্তনু সেন, অধীররঞ্জন বিশ্বাস এবং সুদীপ রাহারা ছিলেন সেই দলে। প্রসঙ্গত, এর আগেও বার দু’য়েক কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। পাশাপাশি তৃণমূলের আর্জি ঝড়বিধ্বস্ত উত্তরবঙ্গে অবিলম্বে নতুন ঘর তৈরির অনুমতি দেওয়া হোক রাজ্য প্রশাসনকে।
  • Link to this news (আজকাল)