• ‌‌দাঁতালের হানায় প্রাণ গেল এক জনের
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • নিতাই দে, আগরতলা:‌ দাঁতালের আক্রমণে প্রাণ গেল এক গ্রামবাসীর। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেয় ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানার মহারানীপুর কপালিটিলা এলাকায়। হাতির আক্রমনে মৃত গ্রামবাসীর নাম নিরোধ চৌধুরী (৭০)। রাতে ঘটনাস্থলে পুলিশ ও বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। সোমবার দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় গ্রামবাসীরা এলাকার বিধায়কের উপরে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা বনদপ্তরের সঙ্গে কথা বলে বন্য হাতির জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলেও করেননি। সোমবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী নিয়ে হাতির আক্রমণে নিহত নিরোধ চৌধুরীর পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা সাহায্য তুলে দেন রাজ্য বনদপ্তরের পিসিসিএফ অবিনাশ কানফাডে। এদিন দুপুরে রাজ্য বনদপ্তরের আধিকারিক ও অন্যান্য অফিসাররা মৃত বৃদ্ধের বাড়িতে পৌঁছলে পরিবার–পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত, গতকাল রাতে পুলিশ, বনদপ্তর এবং সাংবাদিকের উপর হাতির হামলার ঘটনায় ছয় জন আহত হন। 
  • Link to this news (আজকাল)