• ‌জমিজমা নিয়ে বিবাদ, ভোটের মুখে মুর্শিদাবাদে চলল গুলি
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ জমিজমা নিয়ে বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদে। সূত্রের খবর, এর পিছনে রয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনায় আহত অন্তত ৯ জন। গুলিবিদ্ধ অন্তত ২ জন। সোমবার ঘটনাটি ঘটেছে কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত সাদল গ্রাম পঞ্চায়েতের নদীর ধারে। সূত্রের খবর, জামিনদার শেখ ও লাটু শেখের মধ্যে জমি নিয়ে অশান্তি চলছে দীর্ঘদিন ধরে। তা নিয়ে বিবাদের জেরেই গুলি চলে। সূত্রের খবর বচসায় জড়িয়ে পড়া সকলেই তৃণমূল কর্মী। আহত হন ইঞ্জিল শেখ, সিরাজুল শেখ, সমিরুল শেখ ও মুন্তাজ শেখ। প্রথম দু’‌জনের গুলি লেগেছে। এছাড়াও আহত হন জেসমিন বিবি ও রাজমিন খাতুন। আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, আহতদের সঙ্গে সাদল পঞ্চায়েতের তৃণমূল সদস্য সারুল শেখের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছে। সোমবার বিকেলে আহতদের সঙ্গে সারুল শেখের পরিবারের বচসা বাঁধে। সেই কারণেই চলে গুলি। ঘটনার তদন্ত করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)