• ‌নির্বাচন সংক্রান্ত অভিযোগ শুনবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক, জারি নির্দেশিকা ...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ১৯ এপ্রিল শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট। বাংলায় সাত দফায় হবে নির্বাচন। তার আগে থেকেই বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার পর্ব শুরু করে দিল নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানান, প্রথম দফায় বাংলার তিন লোকসভা আসনের ৮৫ বছরের বেশি বয়সি এবং দৃষ্টিহীন ভোটারদের বাড়িতে বসে ভোটদান পর্ব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে লোকসভা ভোটে রাজ্যর বিশেষ পুলিশ পর্যবেক্ষক, সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল শর্মাকে অভিযোগ জানানোর জন্য ল্যান্ডলাইন (০৩৩-২২৮০৫৭২২), হোয়াট্‌সঅ্যাপ (৭৪৩৯৮০৭৬১০) এবং মোবাইল নম্বর (৮৪২০৬১৪৬৭৮, ৭৪৩৯৮০৭৬১০) প্রকাশ করা হয়েছে। দেওয়া হয়েছে অনিল শর্মার ইমেল অ্যাড্রেসও। প্রয়োজনে তাঁর সঙ্গে দেখাও করা যাবে বলে জানিয়েছে কমিশন। প্রসঙ্গত, আগামী মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অনিল কুমার শর্মা। সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি রাজনৈতিক দলগুলিকে ‘ডামি’ (নকল) ইভিএম ব্যবহার করার অনুমতি দিয়েছে কমিশন। 
  • Link to this news (আজকাল)