• ‌রাজধানীতে তৃণমূলের প্রতিনিধি দলকে হেনস্থা, রাজ্যপালের সাক্ষাৎ চান অভিষেক...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে হেনস্থার শিকার হয়েছে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। এই অভিযোগ তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার সময় চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রসঙ্গত, সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিল দশ সদস্যের তৃণমূল প্রতিনিধি দল। ভোটের আগে চার কেন্দ্রীয় সংস্থার প্রধানদের সরানোর আর্জি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল প্রতিনিধি দল। তারপর কমিশনের বাইরেই দোলা সেন, ডেরেক ও’‌ব্রায়েনরা ধর্নায় বসেন। কিন্তু সেই ধর্না তুলে দেয় পুলিশ। টেনেহিঁচড়ে তাদের বাসে তোলা হয়। এই ঘটনারই প্রতিবাদে রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় চেয়েছেন অভিষেক। তাঁর নেতৃত্বে তৃণমূলের ১১ জন প্রতিনিধির একটি দল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে চেয়েছেন। রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যপাল সোমবার পিংলায় গিয়েছেন। সেখান থেকে ফিরলে জানানো হবে ওঁর সিদ্ধান্তের কথা।
  • Link to this news (আজকাল)