জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত রবিবার আইপিএলের ২১ নম্বর ম্য়াচে, তিন বছরের পুরনো দুই ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাত টাইটান্স (LSG vs GT, IPL 2024) মুখোমুখি হয়েছিল। এদিন একানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্য়াট করে লখনউ পাঁচ উইকেটে মাত্র ১৬৩ রান তুলেছিল। কিন্তু এই রান ডিফেন্ড করেও কেএল রাহুলরা ৩৩ রানে হারিয়ে দেন শুভমন গিলদের। আর এই ম্য়াচে একজনই কেড়ে নিয়েছেন নজর। তিনি ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। ম্য়াচে দুই ওভারে আট রান দিয়ে, বিষ্ণোই পেয়েছেন এক উইকেট। আর সেই উইকেট ছিল কিউয়ি নক্ষত্র কেন উইলিয়ামসনের। বিষ্ণোইয়ের অফস্টাম্পের বাইরের বল তিনি স্পিনারের মাথার উপর দিয়ে খেলতে চেয়েছিলেন। তবে উইলিয়ামসন বুঝতে পারেননি যে, বিষ্ণোই সুপারম্য়ান হয়ে ধরা দেবেন তাঁর সামনে। উড়ে গিয়ে এক হাতে সেই ক্য়াচ তালুবন্দি করেছেন তিনি। সোশ্য়াল মিডিয়ায় আলোচনায় এখন শুধুই বিষ্ণোই। কারোর মতে এটা আইপিএলের ইতিহাসে অন্য়তম সেরা ক্য়াচ। কেউ মনে করছেন এমন ক্যাচ শতাব্দীর সেরা। ক্য়াচের ভিডিয়ো প্রতিবেদনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আপনি দেখে সিদ্ধান্ত নিন যে, এই ক্য়াচকে কোন আসনে রাখা যাবে।