Firhad Hakim : এনাফ! অবৈধ নির্মাণ নিয়ে আপস নয়, নির্দেশ মেয়রের
এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
এই সময়: আর কোনও আপস নয়। বেআইনি নির্মাণ নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারদের কাছে কোনও রকমের আপস-অনুরোধ এলে তা সঙ্গে সঙ্গে মেয়রের গোচরে আনতে হবে। কাউন্সিলার হোক বা নেতা—যেই অনুরোধ করুন না কেন, তা মানা হবে না। সোমবার পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম।তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। অনেক হয়েছে। বেআইনি নির্মাণের দিন শেষ। যাঁরা বেআইনি নির্মাণ করে কলকাতাকে ধ্বংস করছেন, তাঁদের দিন শেষ।’ এ দিন ইঞ্জিনিয়ারদের মেয়র বুঝিয়ে দেন, বেআইনি নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভা এর পর থেকে পুরোপুরি জ়িরো টলারেন্স নীতি নিয়ে চলবে। গার্ডেনরিচের বেআইনি নির্মাণ ভেঙে পড়ার পরে গত ২১ দিনে এই নিয়ে দু’বার পুরসভার বিল্ডিং বিভাগের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করলেন মেয়র।
ওই বৈঠকে ইঞ্জিনিয়ারদের একাংশ জানান, প্রথম দিনের বৈঠকে শহরের বেআইনি নির্মাণ নিয়ে ইঞ্জিনিয়ারদের রীতিমতো ভর্ৎসনা করেছিলেন মেয়র। পুরসভার অন্দরের খবর, মেয়রের ভর্ৎসনায় অধিকাংশ ইঞ্জিনিয়ারই কিছুটা ক্ষুব্ধ ছিলেন। পুরসভা সূত্রে খবর, সোমবারের বৈঠকে মেয়রের সুর ছিল অনেকটাই নরম।
বেআইনি নির্মাণ রোধে ইঞ্জিনিয়ারদের সাহসিকতার সঙ্গে কাজ করার জন্য একাধিক পরামর্শও দেন মেয়র। তিনি বলেন, ‘অবৈধ নির্মাণ রুখতে গিয়ে ভয় পাবেন না। সাহসের সঙ্গে কাজ করুন। আপানরাই বেআইনি নির্মাণের মতো সামাজিক ব্যধি রুখতে পুরসভার সম্পদ। এই কাজে আপানাদের পাশে আমাকে সব সময়ে পাবেন। এলবিএসদের কাজের প্রতিও নজর রাখতে হবে। কোনও গাফিলতি নজরে এলে সেই বিল্ডিংয়ে লিখে দিতে হবে— ‘বিল্ডিং প্ল্যান সাসপেন্ডেড।’’
তাঁর সংযোজন, ‘কেউ যদি বেআইনি নির্মাণ নিয়ে অনৈতিক অনুরোধ করেন, কিংবা চাপ তৈরির চেষ্টা করেন, তা হলে স্পটে থেকে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। যা নির্দেশ দেওয়ার আমি দিয়ে দেব।’