• Lok Sabha Election 2024 : বাংলা-তামিলনাড়ুতেও ভালো ফল বিজেপির! পিকে-র আভাস উপেক্ষা তৃণমূলের
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
  • এই সময়: প্রথম দফার ভোটের আগে হাতে আর মাত্র কয়েকদিন। এমন অবস্থায় ভোটের ফল নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তাঁর ভবিষ্যদ্বাণী, এবারের নির্বাচনে বিজেপি দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভালো ফল করবে। বিশেষ করে তামিলনাড়ুতে তাদের ভোট ব্যাপক বৃদ্ধি পাবে।সংবাদ সংস্থা পিটিআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোরের (পিকে) বক্তব্য, তিনি এক বছর আগেও বলেছিলেন, ভোট শতাংশের নিরিখে বিজেপি প্রথমবার তামিলনাড়ুতে দুই অঙ্কে পৌঁছে যেতে পারে। তেলঙ্গানায় তারা প্রথম কিংবা দ্বিতীয় দল হতে চলেছে।

    সাক্ষাৎকারে পিকে বলেছেন, 'বিজেপি ওডিশায় এক নম্বর দল হতে চলেছে। অনেকে অবাক হলেও আমি মনে করছি, পশ্চিমবঙ্গেও বিজেপি খুব ভালো ফল করবে।' যদিও এর আগে তিনি ভবিষ্যদ্বাণী করে বলেছিলেন, ৫৪৩ আসনের লোকসভায় বিজেপির ৩৭০ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

    পিকের বক্তব্যকে অবশ্য গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূল নেতৃত্ব। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'পিকে কত বড় ভোটকুশলী জানি না। তবে তিনি রাজনীতিবিদ হিসেবে আগে নিজেকে প্রমাণ করুন। তার পরে বড় বড় কথা বলবেন। রাজনীতিবিদ হিসেবে তাঁর এই মুহূর্তে বিজেপিকে যে বড় প্রয়োজন, তা তাঁর এই মন্তব্যেই স্পষ্ট।'

    ২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি তেলঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, ওডিশা, পশ্চিমবঙ্গ ও বিহারে একক শক্তিতে ৫০টি আসনও পায়নি। ২০১৪-তে বিজেপি ওই রাজ্যগুলি থেকে ২৯টি এবং ২০১৯-এ ৪৭ টি আসন পেয়েছিল। ২০২১-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপির কার্যত ভরাডুবি হয়।

    এবার লোকসভা নির্বাচনের সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ওডিশা ও সিকিমে বিধানসভা নির্বাচনও হতে চলেছে। পিকে মনে করছেন, বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির ফিরে আসাটা কঠিন। প্রসঙ্গত, ২০১৯-এ পিকে এবং তাঁর সংস্থা আইপ্যাক জগন্মোহন রেড্ডি এবং ২০২১-এ বাংলার শাসক দল তৃণমূলের হয়ে কাজ করেছিলেন।

    তার পরে আইপ্যাকের সঙ্গে সম্পর্ক ছেদের কথা ঘোষণা করে নিজের রাজ্য বিহারেই পাকাপাকি রাজনীতি শুরু করেন তিনি। প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি এবার হিন্দি বলয় এবং পশ্চিম ভারতে তাদের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে। বিজেপি যদি এইসব এলাকায় কমপক্ষে একশো আসনে হারে, তাহলেই তারা চ্যালেঞ্জের মুখে পড়বে।

    তিনি মনে করছেন, 'ইন্ডিয়া' জোট এই নির্বাচনে কোনও কার্যকরী ভূমিকা নিতে পারবে না। কারণ, ইতিমধ্যেই প্রায় ৩৫০ আসনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
  • Link to this news (এই সময়)