• Eid In Saudi Arabia : সৌদিতে ইদের দিন ঘোষণা, ভারতে কি মঙ্গলেই চাঁদ রাত? ইদ-উল-ফিতর কবে?
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
  • দেখা মিলল না ইদের পবিত্র চাঁদের। সোমবার সৌদির আকাশে চাঁদ দেখা না যাওয়ায় মঙ্গলবার পর্যন্ত রোজা পালন করতে হবে মুসলিমদের। ৩০ দিনে এ বছর সৌদি আরবে শেষ হচ্ছে রমজান মাস। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বুধবার দিন সে দেশে পালিত হবে ইদ-উল-ফিতর। সে ক্ষেত্রে ভারতে কবে উদযাপিত হবে খুশির ইদ?ইদ-উল-ফিতর পালনের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে ভারত। এবার অপেক্ষা কেবল ইদের চাঁদ দেখার। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, রমজান বছরের নবম মাসে পালিত হয়। আর দশম মাসটির প্রথম দিনই হল ইদ-উল-ফিতর উদযাপনের দিন। অন্তিম রোজা শেষ করেই ইদ পালন করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

    সৌদি আরবে কবে পালিত হবে ইদ?সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, কাতার, কুয়েত, বাহরিন, তুর্কী, ইরান, ব্রিটেন এবং মধ্য পূর্ব ও পশ্চিম বিশ্বের অন্যত্র ৮ এপ্রিল সন্ধ্যায় চাঁদের দেখা মেলার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু, সোমবার সৌদির আকাশে চাঁদের দেখা মেলেনি। সে দেশে চাঁদ রাত হবে মঙ্গলবার, ৯ এপ্রিল। ফলে বুধবার, ১০ এপ্রিল আরবের এই দেশে ইদ-উল-ফিতর পালন করবেন মুসিলমরা।

    সৌদির চাঁদ দেখা কমিটির প্রধান জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেন, 'সোমবারের আকাশে মেঘের কারণে শাওয়াল মাসের চাঁদ দেখা কঠিন হয়ে পড়েছে।' সোমবার সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা অসম্ভব হবে বলে আগেই জানিয়েছিলেন বিখ্যাত মুসলিম জোতির্বিজ্ঞানী ইসা আল-গাফিলি। কারণ হিসেবে তিনি বলেন, সোমবারে সূর্যের আগে চাঁদ অস্ত যাবে এবং সূর্যাস্তের পর পর্যন্ত নতুন চাঁদের দেখা মিলবে না। অপর জ্যোতির্বিজ্ঞানী মুতাইব আল-বারগাশ বলেন, 'মঙ্গলেও সৌদির আবহাওয়া কিছুটা মেঘলা থাকবে। তবে ইদের চাঁদ দেখতে বড় কোনো বাধা নেই।'

    ভারতে ইদ কবে?ভারতে ৯ এপ্রিল সন্ধ্যায় চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বুধবার পালিত হতে পারে খুশির ইদ। তবে মঙ্গলবারের আকাশে চাঁদ নজরে না এলে আরও একদিন পিছিয়ে যেতে পারে উৎসবের দিনক্ষণ। কেবলমাত্র ভারত নয়, মঙ্গলবার দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলিতেও চাঁদ দেখা না গেলে বুধবার অন্তিম দিনের রোজা রাখবেন মুসলিমরা। সে ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার, ১১ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর পরব।

    বাংলাদেশ-পাকিস্তানে ইদ কবে?অন্যদিকে, বাংলাদেশের আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর ওপার বাংলায় রমজান মাস ৩০ দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার অপর দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে, এবার পাকিস্তানে রোজা ২৯ দিনে শেষ হতে পারে। কারণ ৯ এপ্রিল রাতেই দেশটির আকাশে ইদের চাঁদ দেখার সম্ভাবনা।
  • Link to this news (এই সময়)