• ‌পাকিস্থান থেকে হ্যাক করে আপত্তিকর ছবি চুঁচুড়া শীতলা পুজোর ফেসবুক পেজে,‌ অভিযোগ দায়ের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ করাচি থেকে হ্যাক করা হয়েছে হুগলির শীতলা পুজোর ফেসবুক পেজ! লাগাতার সেই পেজে আপত্তিকর ছবি ও মেসেজ পাঠানো হচ্ছে। বিভ্রান্তি ফলোয়ারদের মধ্যে। সুবিচার চেয়ে চুঁচুড়া থানার দ্বারস্থ হয়েছেন পুজো উদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে হুগলির চুঁচুড়া কনকশালী নন্দীপাড়ার প্রাচীন শীতলা পুজো কমিটির নামে একটি ফেসবুক পেজ চলছে। যে ফেসবুক পেজের অ্যাডমিন ছিলেন সুমন মালিক। গত ৯২ বছর ধরে ধূমধাম করে পুজো হয় কনকশালীতে। এবারও সেই আড়ম্বরের কোনও খামতি ছিল না। পুজো হয়েছে। সোমবার ভোগ খাওয়ানো হয়। পুজো কমিটির সদস্য সুমন মালিক জানিয়েছেন, গত পাঁচ তারিখ তারা দেখেন পুজো কমিটির ফেসবুক হ্যাক হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ মেটা’‌য় মেল করে তারা জানতে পারেন হ্যাকারদের আইপি অ্যাড্রেস পাকিস্তানের করাচি। হ্যাকাররা পেজের নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে আপত্তিকর ছবি, সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ছড়াতে শুরু করে। ওই পেজে বাংলাদেশ থেকেও সক্রিয় হয়ে ওঠে হ্যাকাররা। ফলে চরম বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে ফলোয়ারদের মধ্যে। পুজো কমিটির সদস্য চরন চক্রবর্তী জানান, পুজো কমিটির অফিসিয়াল পেজে ঠাকুরের পুজোর অনেক ছবি ও ভিডিও ছিল। সেগুলো উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি চান পুজো কমিটির ফেসবুক যেন আগের অবস্থায় ফিরে আসে। কারণ বহু ফলোয়ার রয়েছে ওই পেজের। হ্যাক হওয়ার পর থেকে তাদের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠানো হচ্ছে। অনেকেই প্রতিবাদ করায় ইতিমধ্যেই তাঁদের ব্লক করে দেওয়া হয়েছে। অবিলম্বে এই বিভ্রান্তি রুখতে চুঁচুড়া থানা ও চন্দননগর পুলিশের সাইবার থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। 
  • Link to this news (আজকাল)