• ‌দিল্লিতে তৃণমূল প্রতিনিধি দলের হেনস্থার ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের বাইরে তৃণমূলের প্রতিনিধি দলের হেনস্থার প্রতিবাদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন। সেই অনুযায়ী রাত ৯টায় সময় দেন রাজ্যপাল। এদিন অভিষেকের সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, ব্রাত্য বসু–সহ ১০ জন তৃণমূল নেতা। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে অভিষেক জানান, গোটা ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। তিনি জানান, দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। মহিলা সাংসদদের যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাতে মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। দোলা সেনের পায়ে দু’‌সপ্তাহ আগে অপারেশন হয়েছে। তিন বারের সাংসদ ডেরেক ও ব্রায়েনকে চ্যাংদোলা করে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। তাঁরা বাংলার মানুষের হয়ে কথা বলতে গিয়েছিলেন। 
  • Link to this news (আজকাল)