• Muslim Population : হু হু করে বাড়ছে মুসলিম জনসংখ্যা, কবরের জায়গা নিয়ে উদ্বেগে সূর্যোদয়ের দেশ
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
  • জাপান বরাবরই সংখ্যালঘু দেশ হিসেবেই পরিচিত। তবে সাম্প্রতিককালে এই দেশে উল্লেখযোগ্যভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে এই দেশে মুসলিম জনসংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মসজিদের সংখ্যাও।সূত্রের খবর, পূর্ব-এশিয় দেশগুলির মধ্যে সব থেকে দ্রুত গতিতে বেড়েছে জাপানের ইসলাম। গোটা দেশে ২০১০ সালে মুসলিম জনসংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার। ২০১৯ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ২ লক্ষ ৩০ হাজার। গত এক দশকে জাপানের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করায় দেশটিতে মুসলিমদের সংখ্যা বেড়েছে। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ৫০ হাজার জাপানি ইসলাম ধর্ম গ্রহণ করেছে।

    সূত্রের খবর, জাপানের সরকার দেশটিতে বিদেশি শ্রমিক এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছে। জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থীরা অনেকেই রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে পড়েন। এর পাশাপাশি তাঁরা বিভিন্ন হোটেলে পার্টটাইম কাজ করেন। কেউ কেউ আবার কাজ করেন মাছ ধরার নৌকায়। আবার কেউ জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন।

    মুসলিম ধর্মালম্বিদের সংখ্যার সঙ্গে সঙ্গে জাপানে বেড়েছে মসজিদের সংখ্যাও। প্রায় ১১০টিরও বেশি মজিদ আছে। ২০০১ সালে জাপানে মাত্র ২৪ টি মসজিদ ছিল বলে জানা গেছে। মুসলিমদের সংখ্য বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হালাল খাবারের দোকানও।

    মুসলিম সম্প্রদায়ের সংখ্যা বাড়ালেও বাড়েনি কবরস্থানের সংখ্যা। ফলে কবরস্থান নিয়ে জাপানের মুসলিমের এখনও উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তথ্য অনুযায়ী, জাপানের ৯৯ শতাংশ মানুষকে দাহ করা হয়। তবে ইসলামে দেহ দাহ করা নিষেধ। তাই এই সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নিয়েছে বিএমএ। কবরস্থানের জন্য প্রায় এক দশক ধরে টাকা তুলছে বিএমএ। কিন্তু কবরের জন্য জায়গা নির্ধারণের পর স্থানীয় মানুষরা তার বিরোধীতা করেছে। তাঁদের দাবি, কবরস্থান থাকলে সেখানকার জল তাঁরা খেতে পারবেন না।

    প্রসঙ্গত উল্লেখ্য, রুশ বিপ্লবের পর রাশিয়া থেকে কয়েকশো তুর্কি মুসলিম অভিবাসী ১৯২০-র দশকে জাপানে চলে যান। ১৯৩০ সালে জাপানের একাধিক জায়গায় এক হাজার মুসলিম ছিল। পরে ১৯৮০-র দশকে ইরান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে মানুষজন জাপানে যাওয়ায় বেড়ে যায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা। জাপানের বৃহত্তম দ্বীপপুঞ্জের দক্ষিণের কিউশুর মেক্কা বেপ্পুতে একটি চারতলা বিল্ডিংয়ে প্রতি শুক্রবার কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ নমাজ পড়েন।
  • Link to this news (এই সময়)