• Eid Ul Fitr Date In India : বুধ না বৃহস্পতি, ভারতে ইদ-উল-ফিতর কবে? মুখ খুললেন মৌলানা
    এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
  • মঙ্গলবারই কি দেশে পালিত হবে চাঁদ রাত? ১০ এপ্রিল বুধবার না ১১ এপ্রিল বৃহস্পতিবার, কবে ভারতে ইদ-উল-ফিতর উদযাপিত হবে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন ইসলামিক সেন্টর অফ ইন্ডিয়ার প্রধান মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গী।মঙ্গলবার সংবাদমাধ্যমের সামনে মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গী বলেন, 'আজকের আকাশে চাঁদ দেখা গেলে বুধবার অর্থাৎ ১০ এপ্রিল ইদ-উল-ফিতর পালন করা হবে। আর তেমনটা না হলে ইদ পালিত হবে আগামী ১১ এপ্রিল। চাঁদ দেখার উপর নির্ভর করবে ইদ ১০ না ১১, কোনদিন পালিত হবে।' তাঁর সংযোজন, 'আমি সকলের কাছে আবেদন জানাব, ইদ-উল-ফিতরে মন থেকে গরিব মানুষদের পাশে দাঁড়ান। রাস্তার মধ্যে নমাজ পাঠ করবেন না যাতে পথচলতি সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। ইদের পরবে পরিবার-পরিজনের সঙ্গে সঙ্গে দেশের মানুষের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করুন।'

    এদিকে, সৌদি আরবে ৮ এপ্রিল, সোমবার সন্ধ্যায় চাঁদ দেখা যায়নি। সংযুক্ত আরব আমিরশাহী, কাতারেও চাঁদ দেখা যায়নি। তবে মঙ্গলবার সকালে UAE-তে চাঁদের দেখা মেলায় বুধবার ইদ পালনের ঘোষণা করা হয়েছে। সৌদির আকাশেও মঙ্গলে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। বুধবার মধ্য প্রাচ্যের বাকি দেশগুলিতে পালিত হবে ইদ-উল-ফিতর।

    ইদ-উল-ফিতরের আগে বাজারগুলিতে কেনাকাটার ধুম চোখে পড়েছে। মুসলিম দেশগুলির পাশাপাশি ভারতেও ইদ পালনের প্রস্তুতি তুঙ্গে। বেকারি, মিষ্টি, রেস্তরাঁ, শপিং মলগুলিতে থিকথিক করছে ভিড়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার সময়ের উপর নির্ভর করবে ভারতে ইদ-উল-ফিতরের দিন। রোজা শেষে শাওয়াল মাসের প্রথমদিন মুসলিমরা সাধারণত এই ধর্মীয় পরব পালন করেন। মঙ্গলবার ভারতের আকাশে ইদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে আগামী বুধবার, ১০ এপ্রিল ইদ-উল-ফিতর পালনের সম্ভাবনা রয়েছে। ধর্মপ্রাণ মুসলিমদের বিশ্বাস, মক্কা থেকে মদিনা যাওয়ার পর ইদ-উল-ফিতর পালন শুরু করেন হজরত মহম্মদ। তাঁদের দাবি হজরত মহম্মদকে ধন্যবাদ জানানোর জন্যই এই ইদ উদযাপন করা হয়। সংযুক্ত আরব আমিরশাহীর মহাকাশ গবেষণা ও জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সংস্থা 'আমিরাতস এস্ট্রোনমিক্যাল সোসাইটি'-র তরফে বলা হয়, ১০ এপ্রিল পালিত হবে ইদ-উল-ফিতর।' গত ১২ মার্চ থেকে ভারতের দেশগুলিতে পালন শুরু হয়েছে রমজান। সে ক্ষেত্রে ভারতে ইদ অনুষ্ঠিত হতে পারে ১১ এপ্রিল।
  • Link to this news (এই সময়)