উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ আসন জলপাইগুড়ি লোকসভা। বামেদের হাত থেকে এই আসন ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনলেও গতবারের লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হন বিজেপি প্রার্থী। তৃণমূল-বিজেপির পাশাপাশি এই আসন থেকে এবার প্রার্থী দিয়েছে সিপিএম। ত্রিমুখী লড়াইয়ের জলপাইগুড়ির বাসিন্দারা। দেখে নেওয়া যাক একনজরে, এই কেন্দ্রের প্রার্থীদের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ।বিজেপি প্রার্থীর হালহকিকত
এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন জয়ন্তকুমার রায়। পেশায় তিনি চিকিৎসক। পাশাপাশি, সঙ্গীতশিল্পীও বটে। তাঁর বসতবাড়ি সুশ্রুতনগর, দার্জিলিং।
হাতে নগদ অর্থ: ২০,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ৩,৮০,২১৪ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৮,৪৬,৫৫২ টাকা
অলঙ্কার: ৩০ গ্রাম সোনা, ৪৮ লাখ টাকা
গাড়ি: মাহিন্দ্রা স্করপিও, দাম: ১৫ লাখ ৫৫ হাজার টাকা
কৃষি জমি: ১.২৮ একর, মূল্য: ১২ লাখ টাকা
অকৃষি জমি: ৪৫৭৩ বর্গ ফুট, মূল্য ২ লক্ষ টাকা
ধারদেনার পরিমাণ: নেই
বিজেপি প্রার্থীর স্ত্রী জয়ন্ত কুমার রায়ের স্ত্রী দেবযানী রায়। তিনি পেশায় কৃষিজীবী।
হাতে নগদ অর্থ: ২০,০০০ টাকা
কৃষি জমি: ৩.৮৪ একর, মূল্য: ৪০ লাখ টাকা
অকৃষি জমি: ৯১,৪৭৬ বর্গফুট, মূল্য: ৩৫ লাখ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ১,৩৪,৩৫৭ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৪,০২,৬১৭ টাকা
অলঙ্কার: ৩৫০ গ্রাম, মূল্য: ২১ লাখ টাকা
Jalpaiguri Mini Tornado: ঘর বাড়ি হারিয়ে ত্রাণের আশায় জলপাইগুড়ি
সিপিএম প্রার্থীর হালহকিকত
এই কেন্দ্র থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। পেশায় তিনি হাইস্কুল শিক্ষক। তাঁর বসতবাড়ি মহামায়াপাড়া, কোতয়ালি, জলপাইগুড়ি।
হাতে নগদ অর্থ: ৩৫,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ২৩,০৯,০৪২ টাকা
জীবনবীমার পলিসির অঙ্ক: ৬২,৭৩,৯৮৬ টাকা
অলঙ্কার: নেই
গাড়ি: রয়্যাল এনফিল্ড, মূল্য: ১,৮৬,৩১৯ টাকা
কৃষিজমি: নেই
অকৃষি জমি: নেই
বাড়ি: নিজের নামে নেই
ধারদেনার পরিমাণ: নেই
সিপিএম প্রার্থীর স্ত্রী শ্রীলেখা বিষ্ণু। পেশা তিনিও প্রাথমিক স্কুল শিক্ষক।
হাতে নগদ অর্থ: ১৫,০০০ টাকা
ব্যাঙ্কে সঞ্চিত অর্থ: ১১,৬৫,৭৬৮ টাকা
জীবনবীমা ও অন্যান্য বিনিয়োগ: ৩,৪০,০০০ টাকা
অলঙ্কার: ১২৭ গ্রাম সোনার গয়না, মূল্য ৮ লক্ষ টাকা
কৃষি জমি: নেই
অকৃষি জমি: নেই
তৃণমূল প্রার্থীর হালহকিকত
তৃণমূল কংগ্রেসের তরফে এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে ধূপগুড়ি কেন্দ্রের বিধায়ক নির্মলচন্দ্র রায়। তাঁর বসতবাড়ি বামনতরি, ডাউকিমারি, জলপাইগুড়ি জেলায়। পেশায় তিনি অ্যাসোসিয়েট প্রফেসর।