ফের শিরোনামে সন্দেশখালি, পুলিশ ক্যাম্পেই কনস্টেবলের মাথায় রডের আঘাত
এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
আবারও শিরোনামে সন্দেশখালি। এবার আক্রান্ত পুলিশ। একেবারে পুলিশ ক্যাম্পে ঢুকে পুলিশের উপরে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। রড দিয়ে এক কনস্টেবলের মাথায় আঘাত করা হয়েছে বলে অভিযোগ। তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ইতিমধ্যেই ৩ জনকে আটক করেছে পুলিশ।অভিযোগ, গতরাতে সন্দেশখালির শিতুলিয়া পুলিশ ক্যাম্পে ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতী। সেই সময় ক্যাম্পে থাকা এত পুলিশ কনস্টেবলের মাথায় রড দিয়ে আঘাত করা হয়ে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ৩ জনকে আটক করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা ঠিক কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টার পর শীতুলিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে একদল দুষ্কৃতী। মারধর করা হয় পুলিশকর্মীদের। সেই সময়ই এক পুলিশ কনস্টেবলের মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই কনস্টেবলকে প্রথমে সন্দেশখালিরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অস্থান অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। এরপর সেই কনস্টেবলকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, আহত কনস্টেবলের নাম সন্দীপ সাহা। গতকাল রাতে দুষ্কৃতীদের হামলায় সন্দীপ গুরুতর আহত হন। মারধর করে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ ফাঁড়িতে তালা দেওয়া রয়েছে। এই ঘটনায় যে তিনজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সন্দেশখালি থানার পুলিশ। কী কারণে এই হামলা, বা কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। তবে লোকসভায় নির্বাচনের আগে ফের একবার সন্দেশখালি উত্তপ্ত হওয়ায় চিন্তায় এলাকার মানুষজন।।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে বারেবারেই সংবাদ শিরোনামে আসতে দেখা গিয়েছে সন্দেশখালিকে। শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে গয় ইডি আধিকারিকদের। সেই সময় গুরুতর জখম হন ইডির ৩ অফিসার। মাথা ফেরে রক্ত ধরতে দেখা যায়। পরে আবার শেখ শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে আন্দোলনে নামেন স্থানীয়রা। আর এবার সেই সন্দেশখালিতেই আক্রান্ত পুলিশ।