• BJP VS TMC: ‘ফোর পাস’, শিক্ষাগত যোগ্যতা নিয়ে পোস্টার পড়তেই বিজেপির কবিয়াল প্রার্থী অসীমের শিখণ্ডী কে?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
  • Burdwan-East BJP Candidate Asim Sarkar:

    ভারতের স্বাধীনতার ৭৭ টা বছর অতিক্রান্ত হতে বসেছে। এরই মধ্যে ঘটাকরে ‘আজাদী কা অমৃত মহোৎসব’ পালিত হয়েছে। কিন্তু এত দিনেও হয়নি দেশের আইনসভায় প্রবেশের জন্যে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ। তবুও বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অসীম সরকারকে ‘ক্লাস ফোর পাস’ বলে দাগিয়ে দিয়ে কতই না কটাক্ষ করা চলছে। তবে ফোর পাশ ডিগ্রিধারী অসীম অবশ্য এতে দমে যাননি। বরং তিনি বিপক্ষ তৃণমূল কংগ্রেস দলের ডাক্তার প্রার্থীর সঙ্গে টক্কর জারি রাখতে ইংরেজিতে নানা কথা বলে তাঁর ফোর পাশ ডিগ্রির মাহাত্মের কথাই তুলে ধরছেন। এমনকী লালুপ্রসাদ যাদবের ক্লাস ফোর উত্তীর্ণ স্ত্রী রাবড়ি দেবীর বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার কথাও তৃণমূলের নেতাদের স্মরণ করিয়ে দিচ্ছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)