ED-Sheikh Shahjahan: শাহজাহানের স্ত্রীকে টানা প্রশ্ন, হাতেগরম বিরাট তথ্যে এবার আরও বড় অ্যাকশনে ED?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
Sheikh Shahjahan-Taslima Bibi:
সন্দেশখালি (Sandeshkhali) কাণ্ডে শেখ শাহজাহানকে লাগাতার জেরা ED-র। ফি দিন ডেকে পাঠানো হচ্ছে শাহজাহান ঘনিষ্ঠদের। শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ব্যবসা, সম্পত্তি সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। এবার শাহজাহানের সম্পর্কে আরও বিস্তারিত জানতে তাঁর স্ত্রীকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহজাহানের স্ত্রীকে। সূত্রের দাবি, শাহজাহান-পত্নী তসলিমাকে জিজ্ঞাসাবাদে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। তারই ভিত্তিতে এবার নয়া অ্যাকশনে নামতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।