Lok Sabha Polls 2024: BJP-র ‘সুপার হেভিওয়েট’ এই প্রার্থী, একুশের ভোটে তাঁর বাড়ির বুথেই মুখ পুড়েছিল দলের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2024-BJP:
লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) দুয়ারে। আগামী ১৯ এপ্রিল রাজ্যে প্রথম পর্বের ভোট। ২০১৯-এর সাফল্যের গণ্ডি টপকে বঙ্গে এবার আরও বিপুল বিজয় ঝুলিতে পুরতে মরিয়া পদ্ম শিবির। তবে রাজ্যে গত বিধানসভা নির্বাচনের ফল বিশ্লেষণ করলে গেরুয়া দলের সেই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেতে পারে। BJP-র হেভিওয়েট এক নেতার বাড়ির বুথে একুশের ভোটে মুখ পুড়েছিল গেরুয়া দলের। শাসকদল রীতিমতো টেক্কা দিয়ে সেই বুথেই শুধু এগিয়ে থাকেনি, ২০১৯-এর লোকসভা ভোটের ফল ধরলে খোয়ানো আসনে একুশের ভোটে জয়ী হয়েছিল তৃণমূলই।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)