সোমবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। শুনতে হয়েছিল ‘গো-ব্যাক’ স্লোগান। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে এলাকা সরগরম করেছিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি কর্মী, সমর্থকরা। শেষে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের তৃণমূলের লোক বলে দাবি করেছিলেন পদ্ম বাহিনীর ‘ডাকাবুকো’ নেতা দিলীপ ঘোষ। ওই ঘটনার ২৪ ঘন্টা পরই (মঙ্গলবার) দেখা গেল, হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ!