Lok Sabha 2024: মোদীগড়ে প্রবল চাপে পদ্মশিবির, ‘অপারেশন রুপালা’ কী গুজরাটে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
মোদীগড়ে বিতর্কের মুখে কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা পুরুষোত্তম রূপালা। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজপুত সমাজের ক্ষোভ এখন তুঙ্গে। এবারের নির্বাচনে রাজকোট লোকসভা আসন থেকে দল তাঁকে প্রার্থী করেছে। এখন প্রবীণ বিজেপি নেতা পুরুষোত্তম রূপালার প্রার্থীপদ বাতিল না করে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে রাজপুত সমাজ।