Chief Election Commissioner: দিল্লিতে তৃণমূলের বিক্ষোভের পরদিনই বিরাট পদক্ষেপ শাহ-র, মুখ্য নির্বাচন কমিশনারের জন্য কী সিদ্ধান্ত?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
Z-Category VIP Security To CEC Rajiv Kumar:
লোকসভা ভোটের আগে তড়িঘড়ি নিরাপত্তা বাড়ল দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) রাজীব কুমারের। স্বরাষ্ট্রমন্ত্রক মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের জন্য দেশের সর্বোচ্চ নিরাপত্তা জেড ক্যাটেগরির সুরক্ষা ব্যবস্থা অনুমোদন করেছে। গোয়েন্দা রিপোর্টের রাজীব কুমারের সুরক্ষার ক্ষেত্রে নানা হুমকি রয়েছে বলে খবর। সতর্ক স্বরাষ্ট্রমন্ত্রক তারপরই মুখ্য নির্বাচন কমিশনারের জন্য জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা কার্যকর করা হল।