• Vistara Airlines: পাইলট সংকটে Vistara, ২০-২৫ বিমান কম চালাবে সংস্থা, গুনতে হবে বাড়তি মাসুল?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
  • টাটা গ্রুপের বিমান সংস্থা ভিস্তারা বেশ কিছুদিন ধরেই সমস্যায় পড়েছে। এখন এই সংকট কাটিয়ে উঠতে, কোম্পানিটি এই পুরো মাসে তাদের বিমানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সংকটের মধ্যে মোট বিমানের ১০ শতাংশ বা দিনে প্রায় ২৫-৩০টি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে সংস্থা। সংস্থার এই পদক্ষেপে ভিস্তারার সংকট কিছুটা কমলেও যাত্রীদের সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভিস্তারা ফ্লাইট হ্রাসের কারণে, বিমান ভ্রমণ ব্যয়বহুল হওয়ার আশঙ্কা রয়েছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)