• Kolkata School Bomb Threat: বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি! ই-মেল নিয়ে কী জানাল কলকাতা পুলিশ?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৯ এপ্রিল ২০২৪
  • Kolkata School Bomb Threat:

    বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে স্কুল। ইমেল মারফত এমনই হুমকির জেরে আতঙ্ক ছড়ায় কলকাতা-সহ জেলার একাধিক স্কুলে। হুমকি ঘিরে কার্যত শোরগোল পড়ে যায় শহরে। কলকাতা পুলিশ এবার এই হুমকি মেল নিয়ে মুখ খুলেছে। মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই হুমকি মেল ভুয়ো। স্কুল কর্তৃপক্ষকে ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করেছে পুলিশ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)