• ইজরায়েলে কারাবন্দি প্যালেস্টাইনি লেখক দাক্কার মৃত্যু
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলে কারাবন্দি প্যালেস্টাইনি লেখক ও অধিকারকর্মী ওয়ালিদ দাক্কা মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। ইজরায়েলের শামির মেডিক্যাল সেন্টারে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। ইজরায়েলে প্যালেস্টাইন অধ্যুষিত বাকা আল গারবিয়ে শহরে দাক্কার বাড়ি। তিনি ৩৮ বছর ইজরায়েলি কারাগারে কাটিয়েছেন। প্যালেস্টিনিয়ান কমিশন বলেছে, ‘ধীরে ধীরে হত্যা’ করার নীতি প্রয়োগ করার কারণে দাক্কা মারা গেছেন। ইজরায়েলের কারাগারে দাক্কার মৃত্যু কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে হামাস। জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির বলেন, ‘স্বাভাবিক কারণেই দাক্কার মৃত্যু হয়েছে। এটি সন্ত্রাসবাদীদের জন্য নির্ধারিত মৃত্যুদণ্ড প্রক্রিয়ার কোনও অংশ নয়। এমনটা হওয়ারই ছিল।’ দীর্ঘদিন ইজরায়েলি কারাগারে বন্দি ছিলেন দাক্কা। ১৯৮৬ সালে এক ইজরায়েলি সেনাকে হত্যার দায়ে ইজরায়েল সরকার তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাবন্দি ছিলেন। জেলে থাকা অবস্থায় দাক্কা কয়েকটি বই লিখেছেন। এর মধ্যে শিশুদের নিয়ে লেখা একটি বইও আছে। কারাবন্দি অবস্থাতেই ১৯৯৯ সালে বিয়ে করেন দাক্কা। ২০২০ সালে তাঁর স্ত্রী সানা সালামে হ এক কন্যাসন্তানের জন্ম দেন। 
  • Link to this news (আজকাল)