• ‌উৎসবের আমেজে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল উত্তর আমেরিকার তিন দেশ...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তর আমেরিকার তিন দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করলেন কোটি কোটি বাসিন্দা। একে ‘গ্রেট নর্থ আমেরিকান একলিপস’ও বলা হচ্ছে। স্থানীয় সময় সোমবার বেলা ১১টা ৭ মিনিটে প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে। এর পর আমেরিকার টেক্সাস প্রদেশ থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হতে থাকে। তারপর কানাডায় সূর্যগ্রহণ দৃশ্যমান হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে। ওই সময় ওই অঞ্চলটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে যা ৪ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল। এই তিন দেশে প্রায় চার কোটি মানুষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে বিভিন্ন এলাকায় জড়ো হয়েছিলেন। পূর্বাভাস অনুযায়ী যেসব অঞ্চল থেকে সূর্যগ্রহণ সবচেয়ে ভাল দেখা যাবে, গত কয়েক দিন ধরেই সেসব এলাকায় ভিড় করছিলেন কৌতূহলী ও উৎসুক মানুষজন। এর আগে ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি কানাডায় এই সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও আমেরিকায় ২০১৭ সালের ২১ আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গিয়েছিল। এই তিন দেশ ছাড়াও স্পেন, ব্রিটেন, পর্তুগালসহ আরও কয়েকটি দেশের মানুষজন আংশিক সূর্যগ্রহণ দেখেছেন।জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, সোমবারের গ্রহণের বিশেষত্ব হল অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হয়েছে যখন টানা চার মিনিট চাঁদের ছায়ায় সম্পূর্ণ ঢেকে ছিল সূর্য। যা গত ৫০ বছরে কখনও কোনও গ্রহণেই হয়নি।
  • Link to this news (আজকাল)