• মুম্বইয়ের জয়ে লিগ শিল্ডের অঙ্ক কঠিন হল মোহনবাগানের
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে চেন্নাইয়ের কাছে হার শেষপর্যন্ত কাঁটা হতে পারে মোহনবাগানের লিগ শিল্ড জয়ের ভাগ্য। সোমবার মুম্বই সিটি এফসি জেতায়, আন্তোনিও হাবাসের দলের জন্য অঙ্ক আরও কঠিন হয়ে গেল। লিগ শিল্ড জিততে হলে বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসির বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ জিততেই হবে মোহনবাগানকে। অন্যদিকে সবুজ মেরুনের সঙ্গে ড্র করলেও হবে মুম্বইয়ের। সোমবার বাগান সমর্থকদের নজর ছিল মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসি ম্যাচের রেজাল্টের দিকে। সার্জিও লোবেরার দল জিতলে বা ড্র করলে কিছুটা স্বস্তি ছিল। কিন্তু এদিন ঘরের মাঠে ওড়িশাকে ২-১ গোলে হারিয়ে লিগ শিল্ড জয়ের আরও দোরগোড়ায় পৌঁছে গেল আইল্যান্ডাররা। মুম্বইয়ের জয়ে ওড়িশা এবং এফসি গোয়ার লিগ শিল্ড জয়ের স্বপ্ন ভেঙে চুরমার। একমাত্র আশা আছে মোহনবাগানের। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। এক ম্যাচ কম খেলে মোহনবাগানের পয়েন্ট ৪২। শেষ দুটো ম্যাচ জিতলে ৪৮ পয়েন্ট নিয়ে সরাসরি লিগ শিল্ড জিতবে হাবাসের দল। কিন্তু পরের ম্যাচে বেঙ্গালুরুর কাছে হেরে গেলে বা ড্র করলে, এক ম্যাচ বাকি থাকতেই লিগের সেরার তকমা পেয়ে যাবে মুম্বই। এই অবস্থায় চিন্তা বাড়াচ্ছে হাবাসের অসুস্থতা। শেষ দুটো ম্যাচে ডাগআউটে ছিলেন না বর্ষীয়ান কোচ। কোচিং করাতেও পারেননি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচেও হয়তো থাকবেন না হাবাস। 
  • Link to this news (আজকাল)