• নয়া দিল্লিতে সামরিক বাহিনীর সম্মেলন ‘‌পরিবর্তন চিন্তন’‌...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ৮ এপ্রিল নয়া দিল্লিতে অনুষ্ঠিত হল সামরিক বাহিনীর সম্মেলন ‘‌পরিবর্তন চিন্তন’‌। সামরিক বাহিনীর নীতিগত সিদ্ধান্ত এবং ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা এই সম্মেলনে আলোচনা করেছেন সিডিএস জেনারেল অনিল চৌহান। ভারতীয় সেনা ভারতীয় নৌ–বাহিনী এবং ভারতীয় বায়ুসেনার প্রত্যেককে একসঙ্গে হয়ে কাজ করার উপদেশ দিলেন অনিল চৌহান। তাঁর কথায়, প্রত্যেক ক্ষেত্রে জওয়ানদের বুঝতে হবে নিজেদের বৈশিষ্ট্য এবং ভবিষ্যতে ভারতীয় সামরিক বাহিনীর আরও শক্তিশালী হতে পারে সেদিকেও নজর রাখতে হবে। সামরিক বাহিনীর এই সম্মেলনে উপস্থিত ছিলেন আন্দামান–নিকোবর কমান্ড এবং স্ট্র্যাটেজিক ফোর্স এর আধিকারিক থেকে শুরু করে কমান্ডেন্ট অফ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি, ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ, কলেজ অফ ডিফেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড মিলিটারি ইনস্টিটিউট টেকনোলজির পদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দি চেয়ারম্যান, চিফ অফ টাস্ক কমিটি লেফটেন্যান্ট জেনারেল জে পি ম্যাথিউ। 
  • Link to this news (আজকাল)