• ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক কেরিয়ারকে ধ্বংস করা হচ্ছে: কে কবিতা...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারই জেল হেফাজতের মেয়াদ বেড়েছে বিআরএস নেত্রী কে কবিতার। দিল্লি আবগারি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। কে কবিতার জেল হেফাজতের মেয়াদ বেড়ে হল ২৩ এপ্রিল পর্যন্ত, নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ১৫ মার্চ কবিতাকে গ্রেপ্তার করে ইডি। ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আদালত অনুমতি দিয়েছে যাতে তাঁরা জেলে গিয়ে কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। তবে এদিন আদালতে কে কবিতা একটি চিঠি জমা দেন। সেখানে তিনি লেখেন, কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে মিডিয়া ট্রায়াল চলছে। এরফলে তাঁর সামাজিক সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাঁর ব্যক্তিগত এবং রাজনৈতিক কেরিয়ারকে টার্গেট করা হচ্ছে। তাঁর মোবাইল ফোন প্রতিটি চ্যানেলে দেখানো হচ্ছে। এদিন কবিতা আরও লেখেন, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তিনি সহায়তা করছেন। তাঁদের সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তিনি তুলে দিয়েছেন। তিনি নিজের মোবাইল ফোনও ইডির হাতে তুলে দিয়েছেন। যদিও ইডির দাবি সেটি তিনি নষ্ট করে দিয়েছেন। নিজের চিঠিতে বিজেপিকে সরাসরি আক্রমণ করেছেন কবিতা। তিনি লেখেন, ইডি-সিবিআইয়ের ৯৫ শতাংশ মামলাই বিরোধীদের বিরুদ্ধে। কিন্তু যখনই তাঁরা বিজেপিতে যোগদান করছেন তথন তাঁদের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে।  
  • Link to this news (আজকাল)