• ‌কারচুপি রুখতে নির্বাচনের কাজে ব্যবহৃত সব গাড়িতে থাকবে জিপিএস লোকেশন ট্র‌্যাকিং সিস্টেম, সিদ্ধান্ত কমিশনের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আসন্ন লোকসভা নির্বাচনে কোনওরকম কারচুপি রুখতে নির্বাচন কমিশন নির্বাচনের কাজে ব্যবহার করা সব গাড়িতে জিপিএস লোকেশন ট্র্যাকিং সিস্টেম রাখার সিদ্ধান্ত নিয়েছে। ভোটকর্মীদের নিয়ে প্রথম দফার প্রশিক্ষণে ইতিমধ্যেই কমিশনের তরফে বিষয়টি প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। ভোটের আগের দিন ডিসিআরসি কেন্দ্র থেকে ইভিএম সহ ভোট সংক্রান্ত অন্যান্য সামগ্রী ভোটগ্রহণ কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ভোটগ্রহণের পরে তা স্ট্রং রুমে নিয়ে আসার সময় কোথাও যেন কোনওরকম কারচুপি না হয় তার উপরে নজরদারির জন্য জিপিএস ট্র্যাকিং সিস্টেমকে কাজে লাগানো হবে। এই সময় কোনও অসঙ্গতি চোখে পড়লে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া ছাড়াও সংশ্লিষ্ট গাড়ির চালক ও ইভিএম এর দায়িত্বে থাকা কর্মীদের জেরা করার কথা বলা হয়েছে।
  • Link to this news (আজকাল)