• ‌মঙ্গলেও দিল্লিতে ধর্নায় তৃণমূলের প্রতিনিধি দল
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবারের পর মঙ্গলবারও ধর্নায় তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল। দিল্লির মন্দিরবার্গ থানা চত্বরে ধর্নায় বসেছেন ডেরেক ও’‌ব্রায়েন, দোলা সেনরা। ভোটের সময় চার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রধানকে বদল করা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার দাবিতে সোমবারের পর মঙ্গলবারও দিল্লিতে এই ধর্না কর্মসূচি তৃণমূলের। এদিকে মঙ্গলবার আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে মন্দির মার্গ থানায় যাচ্ছেন। তৃণমূলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও। প্রসঙ্গত, সোমবার নির্বাচন কমিশনের বাইরে ধর্নার সময় পুলিশ তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের আটক করে মন্দির মার্গ থানাতে নিয়ে এসেছিল। টেনে হিঁচড়ে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের বাসে তোলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন অভিষেক ব্যানার্জি। এবার সেই থানা চত্বরেই ধর্নায় বসেছে তৃণমূলের প্রতিনিধি দল। ধর্নায় বসে প্রতিবাদ জানাতে গান গাইতে দেখা যায় ডেরেক–দোলাদের। স্লোগান তুলতেও দেখা যায়। থানা থেকে ডেরেকদের ছেড়ে দেওয়া হলেও বিকেল অবধি এই অবস্থান চলবে বলে জানা গেছে।
  • Link to this news (আজকাল)