• ‌ কমিশনের সামনে তৃণমূলের ধর্না ১৫ মিনিটে তুলে দিল পুলিশ, টেনেহিঁচড়ে বিক্ষোভরত সাংসদদের থানায় নিয়ে যাওয়া হল...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ চার কেন্দ্রীয় সংস্থার প্রধানদের সরিয়ে দেওয়া হোক ভোটের আগে। এই আর্জি নিয়ে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল হাজির হয়েছিল দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। কমিশনের কাছে নিজেদের অভিযোগ এবং দাবি জানিয়ে বাইরে এসে ধর্নায় বসে পড়েন ডেরেক ও’‌ব্রায়েন, সাকেত গোখলেরা। ২৪ ঘণ্টা ধর্নায় বসার ঘোষণা করেন তৃণমূল সাংসদেরা। কিন্তু মিনিট ১৫ পরেই সেই ধর্না তুলে দিতে আসরে নামে দিল্লি পুলিশ। প্রথমে পুলিশ তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের কমিশনের সামনে থেকে সরে যেতে বলে। কিন্তু ২৪ ঘণ্টার আগে তারা ধর্না তুলবে না, এমন দাবিতেই অটল থাকে তৃণমূল প্রতিনিধি দল। তার পরই ধর্না তুলতে শুরু করে পুলিশ। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি। একে একে বিক্ষোভরত তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে বাসে তোলে পুলিশ। সূত্রের খবর, তাঁদের আটক করে মন্দিরমার্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, ভূপতিনগরে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)–র ভূমিকা নিয়ে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে সোমবারই নির্বাচন কমিশনে হাজির হয়েছিল তৃণমূল। কমিশন অফিসের বাইরে বেরিয়ে ২৪ ঘণ্টার ধর্না কর্মসূচির কথা ঘোষণা করেন দোলা সেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্না শুরু করেন তৃণমূলের ১০ সদস্য। প্ল্যাকার্ডে লেখা, এনআইএ, সিবিআই, ইডি এবং আয়কর দপ্তরের ডিরেক্টরের বদল চাই। কিন্তু সেই ধর্না ১৫ মিনিটের মধ্যে তুলে দেয় পুলিশ। 
  • Link to this news (আজকাল)