• ‌সূর্যগ্রহণে আমেরিকায় বেতার যোগাযোগ সফল হল না! পরীক্ষা চালিয়ে ব্যর্থ হ্যাম রেডিও...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দিনের আলো থাকবে না, নেমে আসবে অন্ধকার। এই দৃশ্য ভারত থেকে দেখা না গেলেও অনেকটাই দৃশ্যমান হবে আমেরিকা, কানাডা, মেক্সিকো থেকে। রেডিও তরঙ্গে (ফ্রিকোয়েন্সী) এই সূর্যগ্রহণের কতটা প্রভাব পড়ে? আদৌ প্রভাব পড়ে কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় হ্যাম রেডিও স্টেশনে। অনেক চেষ্টা করেও আমেরিকার সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয় না। তবে গ্রহণ চলাকালীন যোগাযোগ করা যায় ইতালির সঙ্গে। বর্তমান সময়ে ব্যবহার কমেছে রেডিও বা বেতারের। তবে এর কার্যকারিতা বিরাট। যেমন, মহাশূন্যে ভাসমান স্যাটেলাইট বর্তমানে দেশ বিদেশের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। তবে রেডিও স্টেশনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। কারণ একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের সময় পরিষ্কার হয়েছে সেই উপকারিতা। বিশেষত ঝড়বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ফোন কাজ করে না। বিচ্ছিন্ন হয়ে যায় যাবতীয় যোগাযোগ ব্যবস্থা। ঠিক তখনই রেডিও তরঙ্গের প্রয়োজন উপলব্ধি করা যায়। চলতি সময়েও হ্যাম রেডিও সেই কাজই করে চলেছে, গোটা বিশ্ব জুড়ে। দিনের শুরু আর রাতের শুরুর সময়কে গ্রে জোন বলা হয়। সেই সময়ে সবচেয়ে ভাল যোগাযোগ করা যায়। কিন্তু দিনই যদি রাত হয়ে যায়! সেক্ষেত্রে কি যোগাযোগ সম্ভব? সোমবার সারা দিনরাত ধরে সেই পরীক্ষাই করেন হ্যাম রেডিও অপারেটর সৌরভ গোস্বামী। চুঁচুড়া কনকশালীতে তার বাড়িতে রয়েছে রেডিও স্টেশন। সেখানেই রাত জেগে চলছে তার পরীক্ষা। সৌরভ জানিয়েছেন, আমেরিকায় যখন সূর্য ওঠে ভারতে তখন সূর্য অস্ত যায়। ফলত সেই সময়কে তাঁদের ভাষায় বলা হয় গ্রে টাইম। পৃথিবীর বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে তার আয়নোস্ফিয়ারের ডি ও এফ স্তরের পরিবর্তন হয় এই ঠিক সময়ই। ফলে রেডিও তরঙ্গ বিনা বাধায় পৌঁছে যেতে সক্ষম হয়। কিন্তু রাত হলে যোগাযোগ করতে গেলে সমস্যা দেখা দেয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে আমেরিকাতে দিনেই রাত নামবে। ভারতীয় সময় রাত ৯.১২ মিনিট থেকে শুরু হয়ে প্রায় পাঁচ ঘন্টা চলবে সেই গ্রহণ। সেই সময়ে রেডিও যোগাযোগ সহজ হবে কিনা, সার রাত ধরে সেই চেষ্টাই চালিয়েছেন তিনি। তবে কোনওভাবেই তিনি আমেরিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেননি। ফলে তার পরীক্ষায় রেডিও তরঙ্গে গ্রহণের প্রভাব অনেকাংশেই প্রমাণিত হয়েছে।ছবি:‌ পার্থ রাহা 
  • Link to this news (আজকাল)