• জেলা ব্লাড ব্যাঙ্কে রক্ত শূন্যতা কাটাতে এগিয়ে এল স্বাস্থ্য দপ্তর...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ একদিকে প্রবল গরম। পাশাপশি শুরু হতে চলেছে নির্বাচন। রক্তদান শিবিরও সেভাবে হচ্ছে না। ফলে রক্ত সঙ্কটে ধুঁকছে জেলার একাধিক হাসপাতাল। রক্ত নেই, ফাঁকা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক। রক্তের প্রয়োজনে হন্যে হয়ে এই হাসপাতাল ওই হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন রোগীর আত্মীয় স্বজনরা। কারণ দাবদাহের কারণে অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মসূচি থেকে বিরত রয়েছেন। পাশাপাশি রক্তদানের কর্মসূচি ছেড়ে অধিকাংশ রাজনৈতিক দলই বর্তমানে ব্যস্ত নির্বাচনের কাজে। শুধু জেলা সদর হাসপাতাল নয়, একই অবস্থা জেলার অন্যান্য হাসপাতালগুলিরও। বাধ্য হয়ে হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্ত শূন্যতা কাটাতে এবার এগিয়ে এল খোদ স্বাস্থ্য দপ্তর। গত সপ্তাহে পোলবা হাসপাতালের তরফে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ মৃগাঙ্ক মৌলি কর, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওয়ান ত্রিদিব মুস্তাফি। মঙ্গলবার চুঁচুড়া জেলা হাসপাতাল সংলগ্ন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ ডাঃ দেবযানী বসু মল্লিক সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। একইসঙ্গে রক্তদান করেন স্বাস্থ্য দপ্তরের গাড়ির চালকরা। জেলা স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে সামিল হয়ে মোট ৫২ জন স্বাস্থ্যকর্মী রক্তদান করেন। ছবি পার্থ রাহা।‌‌
  • Link to this news (আজকাল)