• এই প্রথম দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ ভোটার স্লিপ কমিশনের...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • গৌতম চক্রবর্তী: এবার দৃষ্টিহীন ভোটারদের দেওয়া হচ্ছে ভোটার স্লিপ। গোটা দেশে এই প্রথম দৃষ্টিহীন ভোটারদের জন্য এই ভোটার স্লিপের ব্যবস্থা করা হয়েছে। যা এক কথায় অভিনব। আগে দৃষ্টিহীন ভোটাররা ব্রেইল পদ্ধতিতে তৈরি ব্যালটে হাত বুলিয়ে প্রার্থীদের নাম ও প্রতীক বুঝে ভোট দিতেন। তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতেন। এবার কমিশনের অভিনব উদ্যোগের ফলে দৃষ্টিহীন ভোটাররাও দৃষ্টিমানদের মতোই পাবেন ভোটার স্লিপ। ফলে তাঁরাও জানতে পারবেন তাঁদের কেন্দ্র, পার্ট নম্বর, এপিক নম্বর প্রভৃতি। ফলে তাঁরা ভোট কেন্দ্রে গিয়ে কোনও রকম ঘোরাঘুরি ছাড়াই সহজেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রিজিওনাল ব্রেইল প্রেসে এখন ছাপা হচ্ছে দৃষ্টিহীনদের জন্য সেই ভোটার স্লিপ। এই রাজ্যের পাশাপাশি ত্রিপুরা রাজ্যের দৃষ্টিহীনদের জন্যও ভোটার স্লিপ ছাপার কাজ চলছে এই ব্রেইল প্রেসে। রাজ্যের প্রথম দফার ভোটের জন্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রিজিওনাল ব্রেইল প্রেস থেকে সোমবার জলপাইগুড়ি জেলার বিভিন্ন ভোটকেন্দ্রের দৃষ্টিহীন ভোটারদের জন্য ভোটার স্লিপ নিয়ে যাওয়া হল। নরওয়ের তৈরি অত্যাধুনিক ব্রেইল মেশিনের মাধ্যমে ছাপা হয়েছে এই ভোটার স্লিপ। যথেষ্ট কষ্ট এবং সময় নিয়ে তৈরি করতে হচ্ছে এই ভোটার স্লিপের কাজ। প্রথমে আলাদাভাবে কম্পিউটারে টাইপ করে প্রতিটি ভোটারের জন্য আলাদা স্লিপ তৈরি করা হচ্ছে। তারপরেই ব্রেইল পদ্ধতিতে তা ছাপা হচ্ছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্রেইল বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার অরূপবাবু বলেন, ‘‌ভোটে ব্রেইল পদ্ধতিতে তৈরি ব্যালট ও ভোটার স্লিপ ব্রেইলের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।’‌সামান্য কর্মী নিয়েও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ব্রেইল বিভাগ অংশগ্রহণ করেছে গণতন্ত্রের এই মহাযজ্ঞে। এবার লক্ষাধিক ব্রেইল ভোটার স্লিপ ছাপা হচ্ছে নরেন্দ্রপুর রিজিওনাল ব্রেইল প্রেসে।‌‌‌ দৃষ্টিহীনদের জন্য বিশেষ ভোটার স্লিপ ছাপা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রিজিওনাল ব্রেইল প্রেসে। ছবি:‌ প্রতিবেদক
  • Link to this news (আজকাল)