• ‌ভুয়ো হুমকি মেলে স্কুলগুলিতে ছড়িয়েছিল আতঙ্ক, বিবৃতি দিয়ে জানাল লালবাজার...
    আজকাল | ০৯ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতার অন্তত ২০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল রবিবার গভীর রাতে। স্কুলগুলোর মেল আইডিতে মেল আসে। এরপরই সোমবার স্কুলগুলির তরফে বিষয়টি জানানো হয় লালবাজারে। স্কুলগুলিতে পৌঁছে যায় বম্ব স্কোয়াড। মেলে জানানো হয়, যতবেশি সংখ্যক মানুষকে রক্তস্নান করানোই উদ্দেশ্য। ওই মেলেই ছিল দুই জঙ্গির নাম। এরপরই প্রবল উত্তেজনা ছড়ায়। স্কুলগুলোকে সতর্ক করা হয় পুলিশের তরফে। যদিও জানা গেছে, মেলটি ভুয়ো। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘‌একাধিক স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল। কিন্তু আমরা নিশ্চিত করতে চাইছি যে এটি ভুয়ো মেল। কোনও স্কুলেরই আতঙ্কিত হওয়ার কারণ নেই। এর আগে বেঙ্গালুরু, চেন্নাইয়ের মতো শহরের স্কুলগুলিতেও এরকম ভুয়ো হুমকি মেল এসেছিল।’‌ যে এই ভুয়ো মেল পাঠিয়েছে, তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফে আরও বলা হয়েছে, ‘‌এরকম পরিস্থিতিতে কোনও গুজব ছড়াবেন না। স্কুলগুলির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। সবাই শান্ত থাকুন। এটা ঘটনা এরকম মেল এলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। শিশুদের নিরাপত্তা সবার আগে।’‌ 
  • Link to this news (আজকাল)