• 'ভগবান রামকে অপমান,' কংগ্রেসকে এবার অযোধ্যা নিয়ে টার্গেট মোদীর
    আজ তক | ০৯ এপ্রিল ২০২৪
  • কংগ্রেসের ইশতেহারে 'মুসলিম লিগ'-এর প্রতিফলন বলে কটাক্ষের পরে এবার রাম মন্দির ইস্যুতেও কংগ্রেসকে টার্গেট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।  আজ অর্থাত্‍ মঙ্গলবার পিলভিটে নির্বাচনী জনসভায় মোদীর বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ বন্ধ করতে কংগ্রেস অনেক চেষ্টা করেছিল। রামলালার প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রণ ফিরিয়ে দেওয়াকে রামলালার অপমান বলেও দাবি করলেন তিনি।

    এদিন মোদীর বলেন, 'অযোধ্যায় যাতে রাম মন্দির তৈরি না হয় সেজন্য কংগ্রেস অনেক চেষ্টা করেছিল। কিন্তু যখন দেশের মানুষ প্রতিটা পয়সা দান করে এত সুন্দর মন্দির তৈরি করেছিল এবং মন্দিরের লোকেরা যখন তোমার সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছিল এবং 'প্রাণ প্রতিষ্ঠা'র জন্য আমন্ত্রণ জানিয়েছিল, তখন আপনি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভগবান রামকে অপমান করেছিলেন এবং নেতাদের বহিষ্কার করেছেন ৬ বছরের জন্য।'

    পিলিভিটের জনসভায় রাম মন্দির ইস্যুতে মোদীর বক্তব্য, 'নিজেদের ভক্তি ও বিশ্বাসের উপর ভিত্তি দেশের প্রতিটি পরিবার রাম মন্দির নির্মাণে অবদান রেখেছেন। পিলভিটের মানুষ অযোধ্যা বাঁশি উপহার দিয়েছেন। রাম মন্দির নির্মাণের আগেও ভারত জোটের লোকেরা ঘৃণা করেছিল এবং আজও তারা ঘৃণা করে।'

    উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিংয়ের প্রশংসাও শোনা যায় মোদীর গলায়। বলেন, আমাদের কল্যাণ সিংজি ও তাঁর সরকার রাম মন্দিরের জন্য জীবন উত্‍সর্গ করে দিয়েছিলেন।

    এর আগে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে মোদী বলেছিলেন, ‘ভারতের স্বাধীনতার সময় মুসলিম লিগ যে ধরনের চিন্তা ভাবনা করত, কংগ্রেসের ইশতেহারেও সেই ধরনের ভাবনা প্রতিফলিত হচ্ছে। মুসলিম লিগ মার্কা ইশতেহারের সবকিছুই দখল করেছে বামপন্থীরা। কংগ্রেসের কাছে আদর্শ বা নীতি কোনও কিছুই আজ আর অবশিষ্ট নেই। কংগ্রেস যেন সব কিছুই চুক্তিতে দিয়ে দিয়েছে। পুরো দলটিকে আউটসোর্স করতে হচ্ছে।' 
  • Link to this news (আজ তক)