• বাইশ গজে ফের জ্বলবে গতির আগুন... বিশ্বকাপের আগেই ফিরলেন 'বিরাটের ত্রাস'!
    ২৪ ঘন্টা | ০৯ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সপ্তদশ আইপিএল (IPL 2024) শেষ হলেই ফের বাইশ গজে আইসিসি-র মহাযুদ্ধ। কুড়ি ওভারের ফরম্য়াটে শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নামবে ২০টি দেশ। আগামী ১ জুন থেকে ২৯ জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় চলবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আর তার আগেই নিজেদের ঘরের মাঠে হেভিওয়েট নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ড্রেস রিহার্সাল সারবে পাকিস্তান। এপ্রিলের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত পাকিস্তান-নিউজিল্য়ান্ড খেলবে পাঁচ ম্য়াচের টি-২০ সিরিজ (Pakistan vs New Zealand)। মঙ্গলবার অর্থাৎ আজ দুপুরে পাকিস্তান পূর্ণশক্তির দল ঘোষণা করে দিল। আর এই দলে থাকল জোড়া চমক। অবসর ভেঙে জাতীয় দলে ফিরলেন দুই পাক তারকা- মহম্মদ আমির ও ইমাদ ওয়াসিম (Mohammad Amir and Imad Wasim)!আমির শেষবার দেশের জার্সিতে খেলেছেন ২০২০ সালে। বাঁ-হাতি স্পিডস্টারের ইংল্য়ান্ডের বিরুদ্ধে ম্য়াঞ্চেস্টারে ছিল সেই টি-২০আই ম্য়াচ। আমির অবসর ভেঙে জাতীয় দলে ফিরুক। এমনটাই চেয়েছিল পাক ক্রিকেট ম্য়ানেজমেন্ট। দুই তরফের ফলপ্রসু আলোচনার ফলই আমিরের দলে ঢোকা। অন্য়দিকে ইমাদ ইসালামাবাদ ইউনাইটেডকে পাকিস্তান সুপার লিগ জিতিয়েছেন। পিএসএলে ইমাদের ফর্ম দেখে তাঁর অবসর ভেঙে জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। আর ঠিক সেটাই ঘটল।পাক দলের সিনিয়র টিম ম্য়ানেজার ও প্রাক্তন পেসার ওয়াহাব রিয়াজ জানিয়েছেন আমির ও ইমাদ দলে এসেছেন হ্য়ারিস রউফ ও মহম্মদ নাওয়াজের জায়গায়। হ্য়ারিসকে ভোগাচ্ছে চোট। অন্য়দিকে মহম্মদের ফর্ম চিন্তার কারণ।২০১৭ সালে দেওয়া এক সাক্ষাৎকারে ব্য়াটিং মায়েস্ত্রো বিরাট কোহলি আমিরকে নিজের ত্রাস হিসেবেই স্বীকার করে নিয়েছিলেন। আমির খানের সঙ্গে এক চ্য়াট শো-য়ে আড্ডা দিতে গিয়ে বিরাট বিস্ফোরক কথা বলেছিলেন। তিনি জানান, 'সম্প্রতি আমার খেলা কঠিনতম বোলারদের মধ্য়েই থাকবে আমির। বিশ্বের প্রথম দুই-তিনের মধ্য়ে থাকব। আমার কেরিয়ারে খেলা কঠিনতম বোলারদের মধ্য়েই ওকে রাখব। আমিরের বিরুদ্ধে খেলতে গেলে নিজের 'এ' গেম খেলতেই হবে। ও অসাধারণ বোলার।' এতগুলি বছরে আমির-বিরাটের পারস্পরিক শ্রদ্ধা ছিল দেখার মতো। আমির যখনই পেরেছেন বিরাটের ভূয়সী প্রশংসা করেছেন। পাকিস্তানে যাঁরা বিরাটকে ট্রোল করেছেন, তাঁদের উইকেটও ছিটকে দিয়েছেন আমির। সম্প্রতি দলের ফিটনেস বাড়ানোর জন্য় পিসিবি বাবরদের সেনা প্রশিক্ষণ দিয়েছে । ১০ দিনের শিবির হয়েছে কাকুলের সেনা অ্যাকাডেমিতে। এবার দেখার আমিরকে নিয়েই পাকিস্তান বিশ্বকাপের দল সাজায় কিনা! আর এমনটা যদি হয় তাহলে, ৯ জুন রাত ৮টায় নিউ ইয়র্কে ভারত-পাক মহাযুদ্ধে ফের দেখা যাবে বিরাট-আমির দ্বৈরথ। 
  • Link to this news (২৪ ঘন্টা)