১২৫ ডেসিবেল শব্দব্রহ্মে কানে হাত রাসেলের, খেলা শেষে মহানক্ষত্রকে বেনজির শ্রদ্ধা!
২৪ ঘন্টা | ০৯ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার কে? চোখ বুজে বলে দেওয়া যায় তাঁর নাম এমএস ধোনি (MS Dhoni)। ট্রফিরি নিরিখে নিঃসন্দেহে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক ধোনি। নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা উইকেট-কিপার ব্যাটারদেরই একজন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে আজও ধোনির নাম উচ্চারিত হয়। ইনস্টাগ্রামে কার্যত নিস্ত্রিয় ধোনির ফলোয়ার্স সংখ্যা ৪৪.২ মিলিয়ন। এহেন ধোনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরেও, যে পরিমাণ ভালোবাসা জোড়া বিশ্বকাপ জয়ী পান, তা এককথায় অভাবনীয় বললেও কম। প্রতিপক্ষের ক্রিকেটাররাও ধোনি বলতে অজ্ঞান। তাঁরা বাঁচেন ধোনি সঙ্গের মন্ত্রমুগ্ধতায়। এহেন ধোনিকে এবার বেনজির শ্রদ্ধাজ্ঞাপন করলেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) নক্ষত্র ও ক্য়ারিবিয়ান কিংবদন্তি আন্দ্রে রাসেল (Andre Russell)। টানা তিন ম্য়াচ জেতা কলকাতার অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছে চেন্নাই। চারে চার করার লক্ষ্যে নেমে মুখ থুবড়ে পড়ে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) অ্যান্ড কোং। গত রবিবার, চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে টস হেরে, প্রথমে ব্য়াট করে কেকেআর মাত্র ১৩৭ রান করে। জবাবে রুতুরাজ গায়কোয়াড়ের 'ইয়েলো আর্মি' ১৪ বল হাতে রেখেই সাত উইকেটে ম্য়াচ বার করে নেয়। রান তাড়া করতে নেমে চেন্নাই ১৬.৫ ওভারে তৃতীয় উইকেট হারায়। ততক্ষণে চেন্নাইয়ের স্কোরবোর্ডে উঠে গিয়েছিল ১৩৫ রান। জয়ের দুয়ারেই চলে এসেছিল সিএসকে। শিবম দুমে ১৮ বলে ২৮ রান করে বৈভব অরোরার বলে ক্লিন বোল্ড হয়ে যান। আর এরপরেই চেন্নাইয়ের দর্শক ধোনির নামে জয়ধ্বনি দিতে শুরু করে দেন। কারণ তাঁরা প্রিয়তম ধোনিকে ব্য়াট হাতে মাঠে দেখার জন্য় অপেক্ষার প্রহর গুণতে শুরু করেন। কারণ দর্শক জানেন যে, এবার কিংবদন্তিই নামবেন মাঠে। আর এই দৃশ্য বারবার দেখা যাবে না বা বেশিদিনও দেখা যাবে না। ফলে তারা এই মুহূর্তকে মনের মণিকোঠায় আজীবন রেখে দিতে চান। ধোনি মাঠের নামার পর থেকে মাঠে শুরু হয়ে যায় তাঁর নামে শব্দব্রহ্ম। শব্দ পরিমাপক যন্ত্র বলছে সেই আওয়াজের পরিমাপ ছিল ১২৫ ডেসিবেল। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে এই আওয়াজের জেরে কানে হাত দেন রাসেল। ধোনি আইপিএল খেলতে যে মাঠেই নামুক না কেন, তাঁর নামে গ্য়ালারি ফেটে পড়ে। চেন্নাই-হায়দরাবাদ ম্য়াচে, উপলের হাউসফুল গ্যালারিতেও দেখা গিয়েছিল ধোনিকে নিয়ে বিরাট উন্মাদনা। সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্য়াট কামিন্সও থ হয়ে গিয়েছিলেন। খেলা শেষে তিনি বলেছিলেন, 'দর্শকরা যেন ধোনিকে দেখে পাগল হয়ে গিয়েছিলেন। ও মাঠে পা রাখতেই বিরাট আওয়াজ। কোনও স্টেডিয়ামে এর চেয়ে বেশি জোরে আওয়াজ আমি অতীতে শুনিনি।' এবার আসা যাক ফের রাসেলের প্রসঙ্গে। চেন্নাই-কলকাতা ম্য়াচ শেষ হতেই রাসেল-ধোনির আলিঙ্গনের ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্য়মে। খেলার পর রাসেল তাঁর ও ধোনির একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে লিখেছেন 'আমি খুব সহজেই এটা ভেবে নিই যে বিশ্বের সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া ক্রিকেটারের নাম এমএস ধোনি।' রাসেলের এই পোস্টও ঝড় তুলে দিয়েছে।