• বিতর্কের মাঝেই এনআইএ-র এসপিকে দিল্লিতে তলব, কলকাতায় আসছেন নতুন অফিসার
    ২৪ ঘন্টা | ০৯ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: NIA-র পুলিস সুপার ধন রাম সিংকে ডেকে পাঠানো হল দিল্লিতে। তাঁর জায়গায় পটনা থেকে কলকাতায় পাঠানো হচ্ছে রাকেশ রোশনকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, ‘ঘটনার যথাযথ তদন্ত চাই। অভিযোগ চাপা দেওয়া যাবে না’।তৃণমূল নেতা কুণাল ঘোষ ট্যুইটারে লিখেছন, ‘বিজেপি-এনআইএ ষড়যন্ত্রের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শক্ত অবস্থানের পরে, এখন এনআইএ জরুরি ভিত্তিতে দিল্লিতে এসপি ডি আর সিংকে তলব করেছে। তিনি এখন অন বোর্ড। বিতর্কিত মামলাগুলির তদন্ত করতে এনআইএ আইপিএস রাকেশ রোশন-কে পটনা থেকে কলকাতায় পাঠাচ্ছে।‘

    তিনি আরও লিখেছেন, ‘তবে, আমরা ডিআর সিংয়ের বিরুদ্ধে সঠিক তদন্ত, ব্যবস্থা চাই। সেই বৈঠকের বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করবেন না। এটি তৃণমূলের বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক চক্রান্ত। এই ধরনের ষড়যন্ত্র আড়াল করার চেষ্টা করবেন না। এনআইএ ডিআর সিং-এর বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করে যথাযথ প্রেস রিলিজ দেওয়া উচিত।‘তিনি বলেন, ‘আমরা ডিজি এনআইএ-র পরিবর্তনের দাবি জানাই, কারণ তিনি ডিআর সিং-এর কার্যকলাপ সহ পুরো বিষয়টির জন্য দায়ী।‘ অন্যদিকে ভূপতিনগরে এনআইএ আধিকারিকদের উপরে হামলা চালানোর ঘটনায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ এনআইএ। এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আজই দুপুর আড়াইটের সময় শুনানি হওয়ার কথা।শনিবারই ভূপতিনগর থানায় হামলার বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে এনআইএ। সেই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পাশাপাশি শনিবার রাতে ভূপতিনগর থানায় এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূল নেতার পরিবার। এই বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। 
  • Link to this news (২৪ ঘন্টা)