• ভূপতিনগরে হামলার অভিযোগ, হাই কোর্টে মামলা দায়ের NIA-র
    প্রতিদিন | ০৯ এপ্রিল ২০২৪
  • গোবিন্দ রায়: সন্দেশখালিতে ইডির উপর হামলার পর গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে তদন্ত গিয়ে NIA আধিকারিকদেরও একই অভিজ্ঞতা হয়েছে। আর সেই ইস্যুতে এবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আজই দুপুর ২টো নাগাদ মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে। NIA সূত্রে খবর, এ ধরনের হামলার ঘটনা যথাযথ তদন্তে বাধা দেওয়ার জন্য বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণে কাজে নিরাপত্তার দাবি তুলে আদালতের দ্বারস্থ হল। 

    ভূপতিনগরের ঘটনা গত ৬ তারিখের। নাড়ুয়াবিলা গ্রামে বছর দুই আগেকার এক বিস্ফোরণের (Blast) ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হন এনআইএ আধিকারিকরা। এবারও সন্দেশখালির মতো মহিলা ব্রিগেড হামলা চালায় বলে অভিযোগ। তদন্তকারী সংস্থার দাবি, অন্তত ১০০-১৫০ জন অনুগামী তাঁদের ঘিরে ধরেন। তাঁদের মধ্যে বেশিরভাগই মহিলা। হাতে ছিল লাঠিসোঁটা। গাড়ির কাচ ভেঙে যায়। বিক্ষোভকারীদের দাবি একটাই, ধৃত তৃণমূলের (TMC) অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

    পালটা এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন স্থানীয় মহিলারা।  ভূপতিনগর থানায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছিল রবিবার। সূত্রের খবর, বিস্ফোরণে অভিযুক্ত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এনিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছিলেন,  কেন পুলিশকে না জানিয়ে গ্রেপ্তার করতে গ্রামে ঢুকেছিল কেন্দ্রীয় তদন্তকারীরা।  যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বিবৃতি দিয়ে খারিজ করেছে NIA. এবার তারাই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করল। 
  • Link to this news (প্রতিদিন)