অর্ণব দাস, বারাকপুর : ?মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য লক্ষীর ভাণ্ডার কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন। আপনাকে ভোট দেব কেন?? ভোট প্রচারে বেরিয়ে এই প্রশ্নের মুখে পড়লেন উপনির্বাচনের বিজেপির (BJP) প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। জড়িয়ে পড়লেন তর্কাতর্কিতে। সেই ছবি ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায়। পরে অবশ্য সজল তর্কাতকির বিষয় অস্বীকার করেছেন।
বরানগরের (Baranagar) তাপস রায় (Tapas Roy) বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) সময় এই বিধানসভায় উপনির্বাচন (By Election 2024) হবে। বিজেপি প্রার্থী করেছে সজল ঘোষকে। তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে (Sayantika Banerjee)। লোকসভা নির্বাচনের প্রচারের পাশাপাশি চলছে বিধানসভার প্রচারও। আজ, মঙ্গলবার বরানগর বিধানসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের সুকান্ত পার্ক এলাকায় ভোট প্রচার করতে যান সজল। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছিলেন তিনি।
সেই সময় এক মহিলার কাছে ভোট চাইতে যান বিজেপি প্রার্থী। সেই মহিলা সজলকে বলেন, ?আমি কেন আপনাকে ভোট দেব? রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষীর ভাণ্ডার কন্যাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেব।? এই কথা শোনার পরই সেই মহিলা ভোটারকে প্রশ্ন করতে থাকেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। তর্কাতর্কিতেও জড়িয়ে পড়েন তিনি।
তবে সজল বিষয়টিকে অস্বীকার করে বলেন, ?আমি কারও সঙ্গে তর্ক করিনি। আমাকে কেও প্রশ্ন করেছে, আমি তার পালটা উত্তর দিয়েছি। উনি বলেছেন দিদি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি, দিদি জল দিচ্ছেন না কেন? উনি বলেছেন ৬৮টি প্রকল্প আছে। আমি বলেছি ৩৮টার নাম যদি আপনি বলতে পারেন তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি নিজে প্রচার করব। ওই মহিলা ৮টাও বলতে পারেননি। সব শেখানো। যাঁরা শিখিয়েছেন ঠিক করে শেখাতে পারেননি। স্থানীয় তৃণমূল নেতা শুভাশিস কর বলেন, ?সজল ঘোষ বিজেপি প্রার্থী। উপনির্বাচনে ভোট চাইতেই পারেন। কিন্তু ভোট চাইতে এসে বির্তকিত কথা বলবেন সেটা মানা যায় না। এক বাসিন্দা বিজেপিকে ভোট দেবেন না বলেছেন, তাতে তিনি রেগে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।?