Lok Sabha Election 1st Phase : মোটে ৩২০ টাকার সম্পত্তি, লোকসভা ভোটের প্রথম পর্বের সবচেয়ে গরিব এই প্রার্থীকে চিনুন
এই সময় | ০৯ এপ্রিল ২০২৪
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ১৮তম সাধারণ নির্বাচনের প্রথম পর্বে যে সকল প্রার্থীরা ভোটে লড়ছেন, তাঁদের মধ্যে অনেকেই কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া অনেকের হলফনামা দেখে চোখ কপালে উঠেছে। এর মধ্যেই নজর কেড়েছে এক প্রার্থী। যার মোট সম্পত্তির পরিমাণ মোটে ৩২০ টাকা। তিনিই এখনও পর্যন্ত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সবচেয়ে দরিদ্র প্রার্থী।তামিলনাড়ুর থুথুক্কুডি আসন থেকে লোকসভা ভোটে লড়ছেন পোনরাজ কে। তিনি নির্দল প্রার্থী। এবারের লোকসভা নির্বাচনের প্রথম পর্বে যে সকল প্রার্থীরা মনোনয়ন জমা করেছেন, তার মধ্যে এই প্রার্থীর সম্পত্তির পরিমাণই সবচেয়ে কম।
তবে কেবলমাত্র পোনরাজ কেই নন, সবচেয়ে দরিদ্র প্রার্থীদের তালিকায় আরও বেশ কয়েকজন নজর কেড়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মহারাষ্ট্রের রামটেক লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক গেন্দলাজি ডোকে। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ৫০০ টাকা। তিনিও একজন নির্দল প্রার্থী। তামিলনাড়ুর অপর নির্দল প্রার্থী চেন্নাই উত্তরের সূর্যমাথুর সম্পত্তির পরিমাণও ৫০০ টাকা। তাঁদের থেকে সামান্য বেশি সম্পত্তি রয়েছে তামিলনাড়ুর অপর নির্দল প্রার্থী জি ধামোধারান। তাঁর সম্পত্তির পরিমাণ ১ হাজার টাকা। এই তালিকায় রয়েছেন এক SUCI প্রার্থীও। তামিলনাড়ুর চেন্নাই উত্তর কেন্দ্রের জে সেবাস্টিনের মোট সম্পত্তির পরিমাণ দেড় হাজার টাকা।
প্রথম দফার মোটে মোট ১ হাজার ৬১৮ জন প্রার্থীর ভাগ্যগণনা হবে। এরপর ২৮ শতাংশ অর্থাৎ ৪৫০ জন প্রার্থী কোটিপতি।
কোন দলের কতজন প্রার্থী কোটিপতি?দলপ্রার্থীর সংখ্যাRJD১০০ শতাংশ (৪ জন প্রার্থীর প্রত্যেকেই কোটিপতি)AIADMK৯৭ শতাংশ (৩৬ জনে মধ্যে ৩৫ জন কোটিপতি)DMK৯৬ শতাংশ (২২ জনের মধ্যে ২১ জন প্রার্থী কোটিপতি)BJP৮৯ শতাংশ (৭৭ জনের মধ্যে ৬৯ জন প্রার্থী কোটিপতি)কংগ্রেস৮৮ শতাংশ (৫৬ জনের মধ্যে ৪৯ জন কোটিপতি)তৃণমূল কংগ্রেস৮০ শতাংশ (পাঁচজনের মধ্যে চারজন প্রার্থী কোটিপতি)BSP ২১ শতাংশ (৮৬ জন প্রার্থীর মধ্যে ১৮ জন কোটিপতি)পাঁচ কোটির বেশি সম্পত্তি রয়েছে মোট ১৯৩ জন প্রার্থীর। দু'কোটির বেশি সম্পত্তি রয়েছে ১৩৯ জন প্রার্থীর। ৫০ লাখের বেশি সম্পত্তির অধিকারী প্রথম দফার ২৭৭ জন লোকসভা প্রার্থী। ১০ লাখের বেশি সম্পত্তির মালিক এবারের লোকসভার ৪৩৬ জন প্রার্থী। ১০ লাখের কম সম্পত্তির কথা হলফনামায় উল্লেখ করেছেন ৫৭৩ জন প্রার্থী।