অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ষড়যন্ত্র করেছিলেন মুখ্যমন্ত্রী। এই দুর্নীতিতে জড়িত ছিলেন তিনি। এর থেকে প্রমাণিত তিনি অন্যায়ের দিকে পা বাড়িয়েছেন। এই নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যক্তিগত ক্ষমতার বলে প্রভাব খাটিয়েছেন কেজরিওয়াল। ঘুষ নিয়ে ফায়দা দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা ছিল আম আদমি পার্টির সুপ্রিমোর। ED-র তদন্তে উঠে আসে এই তথ্যগুলি এদিন জানিয়েছেন দিল্লি হাইকোর্ট।
পাশাপাশি এদিন আদালত স্পষ্টভাবে জানিয়ে দেন, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি বৈধ। এই দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মানতে নারাজ দিল্লি হাইকোর্ট। আদালতের বক্তব্য, এই মামলাটি কেন্দ্র সরকার এবং অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে নয় বরং দিল্লির মুখ্যমন্ত্রী এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক বিবেচনা এবং সমীকরণ আদালতে টেনে আনা যাবে না। আইনের কাছে এসব অপ্রাসঙ্গিক। বিচারপতিরা আইনের কাছে দায়বদ্ধ, রাজনৈতিক পরিস্থিতির কাছে নয়। লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আবেদনে এমনটাই জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে এই দাবি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।
আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু, দিল্লি আদালত সেই আবেদন খারিজ করে দেয় মঙ্গলবার। ফলে আপাতত তিহাড় জেলেই থাকতে হবে আপ সুপ্রিমোকে। গ্রেফতারির প্রয়োজনীয়তা নিয়ে রায়দানের সময় দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, কেজরিওয়াল সম্পর্ক যথেষ্ঠ প্রমাণ রয়েছে ED-র হাতে। দিনের পর দিন তিনি যেভাবে হাজিরা এড়িয়ে গিয়েছেন, তাতে প্রমাণ হচ্ছে এই গ্রেফতারি প্রয়োজনীয়। এ ছাড়াও দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ED-র কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে যা প্রমাণ করে গোয়া বিধানসভা নির্বাচনে আবগারি দুর্নীতি মামলার টাকা ব্যবহার করা হয়েছে।
আম আদমি পার্টি অবশ্য এই রায় নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি হাইকোর্টের এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় আপ। অরবিন্দ কেজরিওয়াল বুধবার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চলেছেন বলেও খবর। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ED। বর্তমানে তিনি তিহাড় জেলে বন্দি।